লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে বর্তমানে ইংল্যান্ডেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। দীর্ঘদিন ধরেই বিলেতে অনুশীলন চালাচ্ছে টিম ইন্ডিয়া। দক্ষিণ লন্ডনের ওভালে আয়োজিত হবে চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অনুশীলনেকর ফাঁকেই নিজেদের অবসর সময়ে একাধিক ভারতীয় তারকাকে ফুটবল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকতে দেখা যায়। এঁদের মধ্য রয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)।
ম্যান সিটির ম্যাচে বিরুষ্কা
গত শনিবারই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এফএ কাপের ফাইনাল (FA Cup Final)। বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খেতাব জয়ের লক্ষ্যে এবার ম্য়াঞ্চেস্টারের দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ দেখতে মাঠে সস্ত্রীক হাজির ছিলেন বিরাট। স্ট্যান্ডে বসে ম্যাচ দেখার সময় তোলা তাঁদের বেশ কিছু ছবিও ভাইরাল হয়। কোহলি ও অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ম্যাচের পর ম্যাঞ্চেস্টার সিটির তরফে নতুন দু'টি জার্সিও উপহারস্বরূপ দেওয়া হয়।
ওয়েম্বলিতে বসে ফুটবল ম্যাচ দেখার নিজের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে কোহলি ভারত-পাকিস্তান ম্যাচের তুলনা টেনে আনেন। ম্যান সিটির (Man City) পোস্ট একটি ভিডিওতে কোহলিকে বলতে শোনা যায়, 'ভারত-পাকিস্তানের মতো বড় বড় ম্যাচগুলিতে মাঠের পরিবেশটা ঠিক যেমন থাকে, ব্রিটেনে ফুটবল ম্যাচগুলিতেও সমর্থকরা সেই পরিবেশেই খেলা দেখেন। এখানে অনুরাগীরা নিজেদের দলের জন্য যেভাবে গলা ফাটান, সমর্থন জানান, তা এক কথায় অনবদ্য।'
এফএ কাপ ফাইনালে ম্যান সিটির হয়ে গলা ফাটানোর বিষয়ে কোহলি বলেন, 'ম্যান সিটিকে লাইভ খেলতে দেখাটা আমার কাছে বিশেষ অনুভূতির। পেপের (গুয়ার্দিওলা, দলের কোচ) সঙ্গে কথা বলার পর থেকেই আমি খুব মনোযোগ দিয়ে ম্যান সিটির বহু ম্যাচ দেখেছি। ওঁর মানসিকতা বোঝার চেষ্টা করেছি। ওঁ এই ক্লাবের জন্য যা করেছে, তার তুলনা হয় না।'
অজিদের বিরুদ্ধে সাফল্যের রহস্য
আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে কোহলির ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতের ভাগ্য অনেকটাই তাঁর চওড়া ব্যাটের উপর নির্ভরশীল। কোহলির রেকর্ডও কিন্তু অজিদের বিরুদ্ধে দারুণ। এখনও পর্যন্ত অজিদের বিরুদ্ধে ২৪টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন ১৯৭৯ রান। ৪৮.২৬ গড়ে। অজিদের বিরুদ্ধে ৮টি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে কোহলির। সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস। সব ধরনের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২টি ম্যাচ খেলেছেন কোহলি। ৫০.৯৭ গড়ে ৪৯৪৫ রান করেছেন তিনি। তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬টি সেঞ্চুরি করেছেন কোহলি।
কেন অস্ট্রেলিয়াকে সামনে পেলেই তাঁর সেরাটা বেরিয়ে আসে? কোহলি বলছেন, 'অস্ট্রেলিয়া ভীষণ কঠিন প্রতিপক্ষ। ওদের সামান্যতম জায়গা দিলেই তা কাজে লাগাবে। ওদের দক্ষতাও দুর্দান্ত। যে কারণে ওদের বিরুদ্ধে ম্যাচ থাকলেই আমি বাড়তি তাগিদ অনুভব করি। নিজের খেলাটাকে পরের পর্বে তুলে নিয়ে যাই। অস্ট্রেলিয়াকে হারাতে হলে নিজের খেলার উন্নতি করতে হয়ই।'
আরও পড়ুন: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড