চেন্নাই: হুইসল পোড়ু!


অনেকের কাছে শব্দবন্ধ অচেনা হতে পারে। চেন্নাইয়ের ক্রিকেটপ্রেমীরা ভীষণরকম ওয়াকিবহাল। কারণ, আইপিএলে চেন্নাই সুপার কিংসের অন্যতম ট্যাগলাইন ‘হুইসল পোড়ু’। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিংহ ধোনিদের খেলা থাকলেই গ্যালারি থেকে ক্রমাগত সিটি বাজিয়ে ক্রিকেটারদের উৎসাহ দেন দর্শকেরা। এই দৃশ্য ভারতীয় ক্রিকেট মহলে ভীষণই জনপ্রিয়।


সেই চেন্নাইয়ে ক্রিকেট ম্যাচ হবে, আর সিটি বাজবে না! বিরাট কোহলিরও সেরকমই মনে হয়েছিল। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি গ্য়ালারিকে তাতাতে শুরু করে দিলেন। আবেদন করলেন সিটি বাজাতে। আর ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল। মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল।


ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফিল্ডিং করার ফাঁকে গ্যালারির দিকে মুখে দুই আঙুল ঢুকিয়ে ইঙ্গিত করছেন। বোঝাতে চাইছেন, সিটি বাজাও। ক্রিকেটারদের উৎসাহিত করো। যাতে দর্শকের গর্জনকে সঙ্গী করে ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা দল আরও মরিয়া হয়ে ঝাঁপাতে পারে। শুধু সেখানেই শেষ নয়। এরপর কোহলি কানের পাশে হাত রেখে ইঙ্গিত করেন যে, তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। দু হাত তুলে বোঝান, আরও জোরে সিটি বাজান, আরও জোরে।



গ্যালারিও অধিনায়কের আবেদনে সাড়া দিয়ে সিটি বাজাতে শুরু করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, ‘চেন্নাইয়ে যখন হুইসল পোড়ু হয়। টিম ইন্ডিয়া অধিনায়ক গ্যালারির কাছে আবেদন করলেন এবং চিপকের দর্শকেরা হতাশ করেননি।’


প্রসঙ্গত, চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে গ্যালারিতে দর্শক ফিরেছে। করোনা বিধি মেনে ম্য়াচ দেখছেন ক্রিকেটপ্রেমীরা। রবিচন্দ্রন অশ্বিনের ৫ উইকেটের সুবাদে রবিবার মাত্র ১৩৪ রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে ভারত। যার ফলে প্রথম ইনিংসে ভারত লিড পেয়েছে ১৯৫ রানের। ব্যাট করতে নেমে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ৫৪ রান। ক্রিজে রয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রোহিত শর্মা (২৫ ব্যাটিং) ও চেতেশ্বর পূজারা (৭ ব্যাটিং)। আউট হয়েছেন শুভমন গিল (১৪)।