জোহানেসবার্গ: তিনি সুদূর দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলতে না পারলেও নিজেকে নিমজ্জিত রেখেছেন প্র্যাক্টিসে। তবে এই দিনটি ভোলেননি বিরাট কোহলি (Virat Kohli)। কারণ, বৃহস্পতিবার, ৬ জানুয়ারি তাঁর মা সরোজ কোহলির জন্মদিন। মায়ের জন্মদিনে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন কিংগ কোহলি।
ছবিতে দেখা যাচ্ছে বিরাট তাঁর মায়ের সঙ্গে গুরুদ্বারে। কোহলি লিখেছেন, 'শুভ জন্মদিন মা।' সেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা সকলেই বিরাট-জননীকে শুভেচ্ছা জানাতে থাকেন।
ভাইরাল হয়েছে কোহলির আরেকটি পোস্ট। ব্যাট করছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর বল হাতে কিংবদন্তি রাহুল দ্রাবিড়। না না, কোনও ম্যাচ নয়, এটা ভারত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনের সময়ের ছবি। পিঠের ব্যথার জন্য জোহানেসবার্গ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন বিরাট । কিন্তু ক্রিকেট থেকে তাঁকে দূরে রাখা যে কোনওভাবেই সম্ভব নয়। তাই, ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের আগে অনুশীলনে নেমে পড়েছিলেন বিরাট কোহলি। ব্যাট করতে দেখা গেল তাঁকে। আর বোলার স্বয়ং দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। তাঁকে থ্রোডাউন করে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'। এই ভিডিও এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
দক্ষিণ আফ্রিকার (south africa) মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। কিন্তু সেই পথটা যে খুব একটা সহজ হবে না, তা বুধবার দিনের শেষে ম্যাচের স্কোরবোর্ড দেখলেই বোঝা যাবে। ২৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১১৮ রান বোর্ডে তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। খেলা বাকি আরও ২ দিন। ভারতের যেখানে চাই আর ৮ উইকেট, সেখানে প্রোটিয়াদের কাছেও কিন্তু জয়ের পথ খুব একটা কঠিন নয়। আর মাত্র ১২২ রান করলেই ম্যাচে জয় পাবে তারা। সিরিজেও সমতা ফেরাতে পারবে।
বুধবার ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৬৬ রানে। দক্ষিণ আফ্রিকার সামনে ২৪০ রানের লক্ষ্যমাত্রা ছিল। মনে করা হয়েছিল যে শামি, বুমরাদের বোলিংয়ের সামনে চতুর্থ ইনিংসে ভেঙে পড়বে প্রতিপক্ষের ব্যাটিং। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন এইডেন মার্করাম। এলগার অন্যদিকে ধীরে খেললেও, মার্করাম দ্রুত রান তোলার পথ বেছে নেন। তবে এবারও দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম আঘাত হানেন প্রথম ইনিংসের নায়ক শার্দুল ঠাকুর। ৩৮ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন মার্করাম। এরপর কিগান পিটারসেন ও ডিন এলগার মিলে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। অশ্বিনের বলে পিটারসেন ফিরে যান ২৮ রানে। এরপর দিনের বাকি সময়টা ভ্যান ডার ডুসেনকে সঙ্গে নিয়ে কাটিয়ে দেন এলগার।