নয়াদিল্লি: সচিন তেন্ডুলকরই তাঁর আদর্শ। এমনটাই বলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আজ সচিনের জন্মদিন। এই দিনটিতে নিজের প্রিয় ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানালেন কোহলি। তাঁর ট্যুইট, 'সচিন পাজি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি চিরদিনের প্রকৃত মাস্টার-ব্লাস্টার'। এর আগে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে কোহলিকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন সচিন। তিনি বলেছেন, কোহলি যদি তাঁর রেকর্ড ভেঙে সীমিত ওভারের ক্রিকেটে ৫০ টি সেঞ্চুরি করতে পারেন, তাহলে তিনি শ্যাম্পেনের একটা বোতল উপহার দেবেন। একইসঙ্গে সচিন বলেছেন, আমি ওই উপহার পাঠিয়ে দেব না। নিজে গিয়ে দিয়ে আসব। কোহলি ছাড়াও ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রিকেট মহলের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ কিংবদন্তী ব্যাটসম্যান সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই শুভেচ্ছার জবাবে সচিনও সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন।