কলকাতা: ২ জুন নয়, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৫ জুন। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কোহলি-ব্রিগেড। পাকিস্তানের বিরুদ্ধে খেলা ১৬ জুন। মঙ্গলবার, কলকাতায় বসেছিল আইসিসি চিফ একজিকিউটিভ বৈঠক। সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


বিসিসিআই-এর এক শীর্ষ আধিকারিক জানান, ২০১৯ সালের আইপিএল শুরু হবে ২৯ মার্চ। চলবে ১৯ মে পর্যন্ত। এদিকে বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। প্রথমে ঠিক হয়েছিল, ভারতের প্রথম খেলা ২ জুন।


কিন্তু, লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী, আইপিএল ফাইনাল ও আন্তর্জাতিক সূচির মধ্যে ন্যূনতম ১৫-দিনের ফারাক থাকতে হবে। সেই কারণে, ভারতে ম্যাচ তিন দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ওই আধিকারিক জানান, প্রধান কার্যনির্বাহী কমিটি ভারতীয় বোর্ডের এই সুপারিশ মেনে নিয়েছে। বিষয়টি তারা আইসিসি বোর্ডের কাছে পেশ করবে।


অতীতে, বিভিন্ন বড় টুর্নামেন্টে সূচি তৈরির সময় ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ফেলেছে আইসিসি। কারণ, এই ম্যাচের আকর্ষণ সবচেয়ে বেশি। ফলে, সব টিকিট বিক্রি হওয়াটা কার্যত নিশ্চিত। ঠিক যেটা হয়েছিল ২০১৫ অস্ট্রেলিয়া বিশ্বকাপ বা ২০১৭ ইংল্যান্ডে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে।


তবে, আগামী বিশ্বকাপের ফর্ম্যাট পরিবর্তন করেছে আইসিসি। ১৯৯২ সালের মতো এবারও রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম রাউন্ড খেলা হবে। অর্থাৎ, সব দল প্রত্যেকের বিরুদ্ধে একবার খেলবে। তাই, ভারত-পাক ম্যাচ দিয়ে শুরু হচ্ছে না।


এর পাশাপাশি, আগামী পাঁচ বছরের এফটিপি নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। সেখানে স্থির হয়েছে, ভারতের আন্তর্জাতিক খেলার দিনের সংখ্যা আগের থেকে ৯২ দিন কমিয়ে ৩০৯ দিন করা হবে। তবে, ঘরের মাঠে ভারতের টেস্ট ম্যাচের সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ১৯ করা হয়েছে।