মুম্বই: ২ জনের বন্ধুত্ব অনেক দিনের। বিভিন্ন সময়ে ২ জনকে একফ্রেমে দেখা গিয়েছে। এবার সুনীল ছেত্রীকে তাঁর ৩৭ তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। ২ জনেই ভারতীয় দলের অধিনায়ক। একজন ক্রিকেটের তো একজন ফুটবলের। সুনীলের জন্মদিনে ট্যুইটে বিরাট লিখেছেন, ''শুভ জন্মদিন অধিনায়ক। আশা করি অন্য দিনগুলোর মতোই দুর্দান্ত একটা দিন তোমার যাবে। সেরা দিন কাটুক এমনই চাইব। আমাদের বন্ধুত্বের জন্য আমি ভীষণ কৃতার্থ। দিল্লির স্ট্রিট ফুড নিয়ে স্মৃতি তোমার সঙ্গে রয়েছে।''
২০১৯ সালে আরিসিবি ক্যাম্পে একবার আইপিএলের সময় আচমকাই চলে গিয়েছিলেন ছেত্রী। আইএসএলের ফাইনালে বিরাট কোহলির মালিকাধীন দল এফসি গোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ব্য়াঙ্গালুরু এফসি। গত বছর লক ডাউনের সমও ২ জনকে একসঙ্গে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে লাইভ সেশনে ২ বন্ধুর মাঠের বাইরের জানা অজানা অনেক গল্প শোনা গিয়েছিল। যা তাঁদের সমর্থকরাও উপভোগ করেছিলেন। নিজের ব্যক্তিগত জীবন, প্রেম, সম্পর্ক থেকে শুরু করে খেলা নিয়ে বিভিন্ন আলোচনা করতে দেখা গিয়েছিল ২ তারকা ক্রীড়াবিদকে।
৩ অগাস্ট সুনীলের জন্মদিন। ১৯৮৪ সালের এই দিনেই জন্ম হয় সুনীলের। কলকাতায় এসে কেরিয়ারের শুরুর দিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন সুনীল। বিয়েও করেছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনমকে। অন্যদিকে বিরাট বয়সে ছেত্রীর থেকে ছোট। ১৯৮৮ সালের ৫ নভেম্বর জন্ম হয় বিরাটের। ভারত অধিনায়ক ২০১৭ সালে বিয়ে করেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে।
এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলতে ইংল্য়ান্ডে রয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং। আগামী কাল থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এরপর থেকে ইংল্যান্ডেই রয়ে গিয়েছে টেস্ট দলটি। ৪ ম্যাচের পূর্ণাঙ্গ টেস্ট সিরিজে খেলবে বিরাট বাহিনী রুটদের বিরুদ্ধে। ট্রেন্ট ব্রিজে কাল থেকে শুরু প্রথম টেস্ট।