নয়াদিল্লি : টি২০ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে চলতি প্রতিযোগিতায় দুই অপরাজিত দল ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Final)। একদিকে দলের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির ধারাবাহিক ব্যর্থতা, অন্যদিকে একদিনের বিশ্বকাপ হাতছাড়া হওয়ার আক্ষেপ; এই দুই প্রতিবন্ধকতা ভারত কাটিয়ে উঠতে পারে কি না সেদিকেই তাকিয়ে আপামর ভক্তগণ। কিন্তু, তার আগে বড় ভবিষ্যদ্বাণী করলেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার। তিনি বলছেন, "রোহিত শর্মা-নেতৃত্বাধীন ভারত ট্রফি তুলতে চলেছে এবং প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরি করবেন বিরাট কোহলি।" সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার।


সদ্য সমাপ্ত আইপিএলে ভাল খেললেও, চলতি বিশ্বকাপে রানের খোঁজে কোহলি। রোহিতের সঙ্গে ওপেন করতে নামলেও ঠিকঠাক ছন্দ পাচ্ছেন না ভারতীয় ব্যাটার। ফলে, ফর্ম নিয়ে চিন্তা রয়েছেই। যদিও আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট। ৬১.৭৫ গড় ও ১৫৪.৬৯ স্ট্রাইক রেট-সহ মোট ৭৪১ রান করেন তিনি। যার মধ্যে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে। সেই প্রতিযোগিতা সফল ব্যাটার অরেঞ্জ ক্যাপ জিতে নেন। কিন্তু, বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারছেন না কোহলি। এই প্রতিযোগিতায় ৭ ম্যাচে সাকুল্যে ৭৫ রান তুলেছেন তিনি। ১০.৭১ গড়ে।


বিরাটের টানা ব্যাটিং-ব্যর্থতা নিয়ে মোটেও চিন্তিত নন টিম ইন্ডিয়ার অধিনায়কও। বরঞ্চ তাঁর পাশে দাঁড়িয়ে রোহিত শর্মা আগের দিনই বার্তা দিয়েছেন, "ফাইনালে সম্ভবত কোহলি ভাল কিছু করবেন বলে আশা প্রকাশ করলেন তিনি। রোহিত বলেন, ওঁর (বিরাট কোহলির) গুণগত মান আছে। যে কোনও খেলোয়াড়ের এই পরিস্থিতি চলতে পারে। ওঁর ক্লাস কি তা আমরা জানি। এইসব বড় খেলায় ওঁর গুরুত্বও আমরা বুঝি। ফর্মটা কখনোই সমস্যা নয়। যখন কেউ ১৫ বছর ক্রিকেট খেলে নেন, তখন ফর্মটা কখনোই সমস্যা। ওঁকে দেখে ঠিকই লাগছে। ওঁর উদ্দেশ্যও রয়েছে। সম্ভবত ফাইনালের জন্য খেলাটা তুলে রেখেছেন। একদম।" 


১০ বছরের প্রতীক্ষার অবসান। ফের টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে দিল রোহিত শর্মা-বাহিনী। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।