নয়াদিল্লি: গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচেও ব্যাটিং দাপট ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহরলির। একদিনের কেরিয়ারের ৩৫ তম শতরান করলেন তিনি। ভারত ছয় ম্যাচের সিরিজ জিতল ৫-১। গতকাল কোহলির অপরাজিত ১২৯ রানের ইনিংস সাজানো ছিল ১৯ টি চার ও দুটি ছক্কায়। তাঁর ধারাবাহিকতা, ব্যাটিং দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ সারা বিশ্বের ক্রিকেট মহলও। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের মহিলা ক্রিকেটাররাও। কোহলির এই চোখধাঁধানো পারফরম্যান্স যে তাঁদের মুগ্ধ করেছে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন দুই মহিলা পাক ক্রিকেটার সৈয়দা নেইন আবিদি এবং কায়নাথ ইমতিয়াজ।
আবিদির ট্যুইট- একজন ব্যাটসম্যান হিসেবে কতটা একাগ্রতা আর মনঃসংযোগ! ৩৫ টা ১০০! প্রকৃতই অবিশ্বাস্য ব্যাটিং!! কোহলি প্রতিভা!!





ইমতিয়াজের ট্যুইট- কী দারুণ প্লেয়ার।





দ্বিপাক্ষিক একদিনের সিরিজে প্রথম ভারতীয় হিসেবে তিনটি শতরান এবং বিশ্বের প্রথম ব্যাটসম্যান একটি সিরিজে ৫০০ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন কোহলি।