নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির জন্মদিনে অভিনব টুইট করেছিলেন বিরাট কোহলি। ২০১৯ সালে খেলা-সংক্রান্ত কোনও পোস্টের সর্বাধিক সংখ্যক রিটুইট হওয়ার শিরোপা পেল কোহলির ওই পোস্টটি।
ভারতের বর্তমান প্রজন্মের দুই সেরা ক্রিকেটারের মধ্যে যে গভীর সুসম্পর্ক রয়েছে, তা ফুটে উঠেছিল ওই টুইটের মধ্যে। পাশাপাশি, একজন শিক্ষানবিশ তাঁর শিক্ষককে কীভাবে সম্মান জানাচ্ছে তার আদর্শ উদাহরণও ছিল ওই পোস্টটি।


অন্যতম সেরা একদিনের ক্রিকেটার ও সেরা অধিনায়ক হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে ধোনির নাম। মাঠে সাফল্যের পাশাপাশি, ভারতীয় ক্রিকেটে ধোনির সবচেয়ে বড় অবদান হল অন্য ক্রিকেটারদের তিনি ক্রমাগত সমর্থন করতেন, যাতে তাঁরা একদিন ক্রিকেটের সুপারস্টার হয়ে উঠতে পারেন। এমনই এক ক্রিকেটার হলেন বিরাট কোহলি। যিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুর দিকে ধোনির থেকে ক্রমাগত সমর্থন পেয়ে এসেছেন।
গত ৭ জুলাই, ধোনির জন্মদিনে টুইটারে কোহলি লিখেছিলেন, শুভ জন্মদিন মাহি ভাই। খুব কম মানুষই বিশ্বাস ও সম্মানের অর্থ বোঝেন। এত বছর ধরে তোমার সঙ্গে যে আমার বন্ধুত্ব রয়েছে, তার জন্য আমি আনন্দিত। তুমি আমাদের সকলের কাছে বড় ভাই। আর আমি তো আগেই বলেছিলাম, চিরকাল তুমি আমার অধিনায়ক থাকবে।





স্বাভাবিকভাবেই, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মাহি ও কোহলির ভক্তকূল দারুন খুশি হয়েছিলেন। সকলেই ওই পোস্ট রিটুইট করেছিলেন। দেখা যায়, পোস্টটি ৪৫.৮ হাজার রিটুইট হয়েছে। ৪ লক্ষের বেশি সংখ্যক মানুষ পোস্টচি লাইক করেছেন। অচিরেই তা চলতি বছরে ক্রীড়া জগতে সর্বাধিক রিটুইট হওয়ার শিরোপা জিতে নিয়েছে।
সম্প্রতি, টুইটারের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। একটি ব্লগে টুইটার ইন্ডিয়া লিখেছে-- খেলায় এম এস ধোনিকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন বিরাট কোহলি। এই টুইটটি বিশ্বজুড়ে খেলার দুনিয়ায় সবেচেয়ে বেশি রিটুইট হওয়া টুইট হয়েছে। ওই টুইটটি ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে একটা স্মরণীয় মুহূর্ত ছিল।