রাতে বিপদে পড়লে বাড়ি পৌঁছে দেবে পুলিশ! যোগী রাজ্যে নারীসুরক্ষায় নয়া উদ্যোগ
Web Desk, ABP Ananda | 10 Dec 2019 02:01 PM (IST)
শহরে একা পথচলতি যে কোনও মহিলা বিপদে পড়লে বা বিপদের আশঙ্কা করলে ১১২ নম্বরে ডায়াল করে পুলিশের রেসপন্স ভেহিকলের সাহায্য চাইতে পারেন। এমনকী প্রয়োজন পড়লে স্কুটার আরোহী কোনও মহিলাও পুলিশের সাহায্য চাইতে পারেন।
নয়াদিল্লি: একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বারবার শিরোনামে উঠে আসছে উত্তরপ্রদেশের নাম। রাত বাড়লে ক্রমেই অসুরক্ষিত বোধ করছেন মহিলারা। এবার মহিলাদের সঙ্গে এই ধরনের খারাপ ঘটনা এড়াতে এগিয়ে এল যোগীরাজ্যের পুলিশ। এবার রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত একা মহিলাদের বাড়ি পৌঁছে দেবে পুলিশের রেসপন্স ভেহিকল। ডিজিপি ওপি সিংহ এই নির্দেশ জারি করেছেন। শহরে একা পথচলতি যে কোনও মহিলা বিপদে পড়লে বা বিপদের আশঙ্কা করলে ১১২ নম্বরে ডায়াল করে পুলিশের রেসপন্স ভেহিকলের সাহায্য চাইতে পারেন। এমনকী প্রয়োজন পড়লে স্কুটার আরোহী কোনও মহিলাও পুলিশের সাহায্য চাইতে পারেন। সিকিম ও পঞ্জাবেও একই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিপি জানিয়েছেন, রাতের শহরে মেয়েদের সুরক্ষা দিতেই এই উদ্যোগ। এই পরিষেবা নিয়ে মহিলারা তাঁদের গন্তব্যে নিরাপদে পৌঁছাতে পারবেন। এই পরিষেবা চালু করতে দুজন করে মহিলা অফিসারও লাগবে। সেই অনুযায়ী প্রতি জেলা পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।তাছাড়া, বেশ রাত অবধি কাজ করতে হয় এমন মহিলা কর্মচারীদের সুরক্ষার বিষয়ে আরও সচেতন হতে বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে কথা বলেন ডিজিপি ওপি সিংহ।