অধিনায়ক বিরাটের স্বচ্ছ্বতা অভিযান, প্রশংসা প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Oct 2016 09:56 AM (IST)
ইলদওর: নেহাত স্বচ্ছ্ব ভারত অভিযানের প্রচার নয়৷ বরং, অন্যরকম একটা স্বচ্ছতা অভিযান৷ একাই সেই অভিযান নামলেন ক্যাপ্টেন কোহলি৷ শনিবার ইনদওরের হোলকার স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট৷ শুক্রবার স্টেডিয়ামে চলছিল তারই অনুশীলন৷ কিন্তু, অনুশীলন শেষে ক্রিকেটারেরা মাঠ ছাড়ার পর মাঠে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল তাঁদের ব্যবহার করা জলের বোতল৷ হঠাত্ দেখা গেল সেই বোতলগুলিই কুড়িয়ে ডাস্টবিনে ফেলছেন বিরাট৷ ছুটে এলেন এক আধিকারিক৷ রীতিমত লজ্জিত হয়ে বিরাটকে জিজ্ঞেস করলেন, কেন তিনি কষ্ট করে মাঠ পরিষ্কারের কাজ করছেন? কাজটি তাঁরা করে নেবেন৷ কিন্তু, তা থামাতে পারেনি বিরাটকে৷ নিজে হাতেই পুরো কাজটি সম্পন্ন করেন তিনি৷ কলকাতায় টেস্ট চলাকালীন ইডেন গার্ডেন্সে ঝাঁটা হাতে স্বচ্ছ্ব ভারত অভিযানে নামতে দেখা গিয়েছিল বিরাটদের৷ এবার, ইনদওরে একাই নামলেন স্বচ্ছ্বতা অভিযানে৷ তাঁর এই পদক্ষেপে মুগ্ধ স্বয়ং প্রধানমন্ত্রীও৷ ট্যুইটারে নরেন্দ্র মোদী বলেছেন, টেলিভিশনে তোমার স্বচ্ছ্বতা অভিযান দেখলাম বিরাট৷ অত্যন্ত শক্তিশালী উদ্যোগ৷ তোমার এই পদক্ষেপ সবাইকে অনুপ্রাণিত করবে৷জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কোহলি। [embed]https://twitter.com/imVkohli/status/784386770766958593[/embed] ক্রিকেট খেলার জন্য সবসময় ফিটনেসে জোর দেন তিনি৷ আর, সুস্থ-সবল জীবন যাপনের জন্য পরিচ্ছন্নতা বজায় রাখাটা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ মাঠেও এবার তারই প্রতিফলন৷