ইংল্যান্ড সিরিজে নতুন জার্সিতে বিরাটরা
Web Desk, ABP Ananda | 12 Jan 2017 08:22 PM (IST)
পুণে: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজে নতুন চেহারার ভারতীয় দলকে দেখা যাবে। বিরাট কোহলির নেতৃত্বে নতুন করে শুরু করবে ভারতীয় দল। রবিবার প্রথম ম্যাচ। তার আগে বৃহস্পতিবার ভারতের নতুন জার্সি উদ্বোধন হল। এই জার্সি পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন বিরাটরা। একটি বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা গত ১২ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের জার্সি তৈরি করে আসছে। সেই সংস্থাটিই এবারও জার্সি তৈরি করেছে। নতুন জার্সিতে যুক্ত হয়েছে ‘৪ডি কুইকনেস’। এর ফলে সব পরিস্থিতিতে ক্রিকেটারদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ভারতের ক্রিকেটপ্রেমীদের আশা, নতুন জার্সি পরে বিরাটের নেতৃত্বে সীমিত ওভারের ক্রিকেটে নতুনভাবে শুরু করবে ভারতীয় দল। টেস্টের মতো একদিনের ক্রিকেটেও এক নম্বরে উঠে আসবেন বিরাটরা।