নয়াদিল্লি: তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক, দলের নির্ভরযোগ্য খেলোয়াড়। তাঁর জন্মদিন ধূমধাম সহকারে পালন হবে, এ আর এমন কী কথা! গতকাল ছিল মহেন্দ্র সিংহ ধোনির জন্মদিন। ক্রিকেট জগতের বিশিষ্টরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছেন ধোনি। সেখানেই স্ত্রী সাক্ষী ও সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করলেন তিনি। সবার সামনে কাটলেন কেক। হার্দিক পাণ্ড্য সহ অন্যান্য সতীর্থরা এবং সাক্ষী আনন্দে মেতে উঠলেন। সেই ভিডিও প্রকাশ্যে আসে। তবে ওই ভিডিওতে দেখা যায়নি অধিনায়ক বিরাট কোহলিকে। চমক বোধহয় লুকিয়ে রেখেছিলেন কোহলি সন্ধেবেলার জন্য। সারা দিন কেটে যাওয়ার পর বিশেষভাবে প্রাক্তন অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কোহলি।
শেষ ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে জয়ের পর ধোনির জন্মদিন পালন করেছিল টিম ইন্ডিয়া। গতকাল সন্ধেয় সেই উত্সবের একটি ছবি পোস্ট করে ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বর্তমান অধিনায়ক।
ছবিতে ধোনির সঙ্গে খোশমেজাজে দেখা যাচ্ছে কোহলিকে। ধোনির পুরো মুখ কেক মাখা।
ছবি শেযার করে কোহলি লিখেছেন, জন্মদিনের একরাশ শুভেচ্ছা, মাহি ভাই। তোমার জীবন সুখ, শান্তি ও সাফল্যে ভরে উঠুক।