কলকাতা: টেস্ট দলের অধিনায়ক হিসেবে দেশে ও বিদেশে সিরিজ জয়ের স্বাদ ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন বিরাট কোহলি। এবার সীমিত ওভারের দলের অধিনায়ক হয়েই সিরিজ জিতলেন ভারতের অধিনায়ক। ইংল্যান্ডকে ২-১ হারিয়ে একদিনের সিরিজ জয়ী হয়েছে কোহলির ভারত। আর প্রথম সীমিত ওভারের সিরিজ জয়ের স্মারক হিসেবে একটা বিশেষ উপহার পেলেন কোহলি। আর তা পেয়েছেন পূর্বসুরী মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে। ভারত অধিনায়ক নিজেই এ কথা জানিয়েছেন।
কোহলি বলেছেন, এমএস দ্বিতীয় ম্যাচের পর একটা বল আমাকে দিয়েছে। ওটা ওই ম্যাচের বল। এখন তো স্ট্যাম্প খুব দামী হয়ে গিয়েছে (একটু হেসে)। এখন আর আমাদের নিতে দেওয়া হয় না। ও আমাকে বলটা দিয়ে বলল, অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম সিরিজ জয় এবং এটা স্মরণীয়। ধোনির কাছ থেকে বল পাওয়াটা আমার কাছে বিশেষ একটা মুহুর্ত। আমি ওই বলে ধোনির সইও নিয়ে নিয়েছে।
উল্লেখ্য, ধোনি সীমিত ওভারের দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান। ইংল্যান্ড সিরিজের জন্য অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় কোহলিকে।
অধিনায়ক হিসেবে প্রথম সীমিত ওভারের সিরিজ জয়, ধোনির বিশেষ উপহার পেয়ে আপ্লুত কোহলি
ABP Ananda, web desk
Updated at:
23 Jan 2017 07:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -