ওয়েস্ট ইন্ডিজকে ২-০ সিরিজে হারাল ভারত, নয়া নজির কোহলি-উমেশ-পৃথ্বীর, এক নজরে কিছু আকর্ষণীয় কিছু তথ্য ও পরিসংখ্যান
২০০০-র পর ভারত ঘরের মাটিতে ৩৪ টি টেস্ট সিরিজ খেলেছে। এরমধ্যে জিতেছে ২৬ টিতে। হার হয়েছে ৩ সিরিজে এবং ৫ সিরিজ ড্র হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নিয়ে ১০ বার ভারত টেস্টে ১০ উইকেটে জিতল। প্রথমবার ভারত ১০ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত চার টেস্টেই ফলাফলের নিষ্পত্তি হয়েছে ৩ দিনে।
এশিয়ায় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড এখন কোহলির দখলে (৪২ টেস্টে ৪২৩৩ রান)।
হায়দরবাদ টেস্টে ৪৫ রান করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা-উল-হক (অধিনায়ক হিসেবে ৫৬ টেস্টে ৪২১৪ রান)- কে পিছনে ফেললেন বিরাট কোহলি।
এর আগে কপিল দেব (১৯৮০-তে ১৪৬ রানে ১১ উইকেট ও ১৯৮৩-তে ১৩৫ রানে ১০ উইকেট) এবং জাভাগল শ্রীনাথ (১৯৯৯-তে ১৩২ রানে ১৩ উইকেট) এই কৃতিত্ব অর্জন করেছেন।
দেশের মাটিতে তৃতীয় ভারতীয় পেসার হিসেবে কোনও একটি টেস্ট ম্যাচ ১০ উইকেট নিলেন।
১৩৩ রানে ১০ উইকেট। কোনও টেস্টে উমেশ যাদবের এটাই সবচেয়ে সেরা বোলিং পারফরম্যান্স।
এই নিয়ে ঘরের মাঠে পরপর ১০ টি সিরিজ জিতল ভারত।
কনিষ্ঠতম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কোনও টেস্টে উইনিং স্ট্রোক খেললেন তিনি।
অভিষেকেই ম্যান অফ দ্য সিরিজ পৃথ্বী শ। সিরিজে তিনিই সর্বাধিক রান সংগ্রহকারী। ৩ ইনিংসে তাঁর সংগ্রহ ২৩৭ রান।
কোনও টেস্টে প্রথমবার ১০ উইকেট নিয়ে উমেশ যাদব ম্যান অফ দ্য ম্যাচ উমেশ যাদব।
হায়দরাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-০ সিরিজ জিতে নিল ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -