বিরাট কোহলির নাম বদল করা উচিত! মজার ছলে সহবাগ
Web Desk, ABP Ananda | 15 Dec 2016 10:10 PM (IST)
নয়াদিল্লি: ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির নাম বদলে ‘বাদল’ করা উচিত। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তাঁর এই নাম বদলের কথা সবাইকে জানিয়ে দেওয়াও উচিত। এমনই পরামর্শ দিলেন বীরেন্দ্র সহবাগ। তিনি ট্যুইটারে মজার ছলে বলেছেন, মেঘের মতো সব জায়গা জুড়ে আছেন বিরাট। সেই কারণেই তাঁর নাম বদল করা উচিত। এ বছর অসাধারণ ফর্মে আছেন বিরাট। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তিনি রান করছেন। তাঁর অধিনায়কত্বে টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে ভারত। পরপর তিনটি সিরিজে দ্বিশতরান করেছেন বিরাট। সেই কারণেই তাঁর প্রশংসা করেছেন সহবাগ।