কলকাতা: গতকাল কটকে ভিন্টেজ যুবি-ধোনি জুটির ঝলক দেখে আপ্লুত ভারতের ক্রিকেট অনুরাগীরা। ইংল্যান্ডের বিরুদ্ধে একটা সময় ভারত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে চতুর্থ উইকেটে দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ২৫৬ রানের পার্টনারশিপে ভর করে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পকেটে পুরে ফেলল কোহলির ভারত। তিনটি ছক্কা ও ২১ টি বাউন্ডারির সাহায্যে যুবরাজ সিংহ করেন ১৫০ রান। একদিনের ক্রিকেটে এটাই তাঁর সর্বোচ্চ রান। যুবি যেখানে ২০১১-তে শেষ সেঞ্চুরি করেছিলেন, সেখানে ধোনির ব্যাটে শেষবার সেঞ্চুরি এসেছিল ২০১৩-তে। ১০ টি চার ও ৬ টি ছক্কার সাহায্যে ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেললেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁদের জুটিতে ভর করে ভারত পৌঁছে যায় ৩৮১ রানে।
ধোনি ও যুবির মতো দুরন্ত ফর্মে দেখা যাচ্ছে তাঁদের প্রাক্তন সহ খেলোয়াড় বীরেন্দ্র সহবাগকেও। তবে পিচে নয়, ট্যুইটারে। এখন তো তাঁকে কেউ কেউ ট্যুইটার কিং-ও বলছেন।
গতকালের ধোনি-যুবির জুটির প্রশংসা করতে গিয়ে নিয়ে এলেন নোট বাতিলের প্রসঙ্গ।





আর যুবির এই অসাধারণ কামব্যাক নিয়ে নিজের আবেগের কথাও চেপে রাখতে পারলেন না বীরু।





সহবাগ ছাড়াও সচিন তেন্ডুলকরও ধোনি-যুবির যুগলবন্দী দেখে মুগ্ধ।