নয়াদিল্লি: ভারতে বেশ ঘটনাবহুল সময় কাটছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলরের। মাঠে যেমন তাঁর ব্যাট কথা বলছে, তেমনই মাঠের বাইরে তাঁকে নিয়ে করা উক্তির পাল্টা জবাব দিচ্ছেন টেলর।
সম্প্রতি, টেলরকে নিয়ে টুইটারে স্বভাবসিদ্ধ মস্করা করেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ। সপ্তাহ দুয়েক আগে, বীরু টুইটারে রস টেলরকে ‘দর্জি’ বলে উল্লেখ করেন। আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলসের সতীর্থ সহবাগকে উদ্দেশ্য করে টেলর লেখেন, প্রথম ছিলাম টেলর, এখন হলাম দর্জি।
https://twitter.com/RossLTaylor/status/924260122615996416
শনিবার রাজকোট ম্যাচ জেতার পর রবিবার, ইনস্টাগ্রামে ফের সহবাগের উদ্দেশ্য রসিকতা করেন কিউয়ি ব্যাটসম্যান। সেখানে একটি বন্ধ দর্জির দোকানের সামনে ছবি দিয়ে তিনি সহবাগকে উদ্দেশ্য করে স্পষ্ট হিন্দিতে লেখেন, রাজকোট মে ম্যাচ কে বাদ দর্জি কি দুকান বনধ। আগলি সিলাই ত্রিবান্দ্রাম মে হোগি। জরুর আনা। (রাজকোটে ম্যাচের পর সব দর্জির দোকান বন্ধ। পরের সেলাই ত্রিবান্দ্রামে হবে। নিশ্চয় এসো।)
https://twitter.com/RossLTaylor/status/927121062239920128
জবাব দিতে দেরি করেননি সহবাগও। তিনি সঙ্গে সঙ্গে ইউআইডিএআই-কে ট্যাগ করে তাদের থেকে জানতে চান, চমকপ্রদ হিন্দি বলতে পারার জন্য রস টেলর কি আধার কার্ড পাওয়ার যোগ্য?
https://twitter.com/virendersehwag/status/927377877187858433
জবাব দিয়েছে আধার-নিয়ন্ত্রক সংস্থা। নিজেদের টুইটার অ্যাকাউন্টে তারাও রসিকতা করে জানিয়েছে, ভাষা কোনও প্রতিবন্ধকতা নয়। আসল বিষয় হল বর্তমান ঠিকানা।
https://twitter.com/UIDAI/status/927392657554341889
এর উত্তরে সহবাগ তাঁর সহজাত রসিক জবাব দেন। লেখেন, যে কেউ যতই মজা করুক না কেন, শেষ হাসি হাসে সরকার-ই।
https://twitter.com/virendersehwag/status/927392873284292608