ধর্ষণ-হুমকির নিন্দা, গুরমেহরের মতপ্রকাশের অধিকার রয়েছে, নয়া ট্যুইটে ব্যাখ্যা বীরুর
ABP Ananda, web desk | 01 Mar 2017 02:04 PM (IST)
নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহর কউরের একটি ভিডিও পোস্টকে কটাক্ষ করে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন। যদিও ওই ট্যুইটের সমর্থনও করেছেন অনেকেই। কিন্তু বিতর্কের পরিপ্রেক্ষিতে এবার বীরু তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিলেন। উল্লেখ্য, কার্গিল যুদ্ধের শহিদের কন্যার একটি ভিডিও পোস্টের জবাবে বীরু কটাক্ষ করেছিলেন, আমি নয়, আমার ব্যাট ট্রিপল সেঞ্চুরি করেছে। সহবাগ তাঁ নয়া ট্যুইটে ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘আমার ট্যুইট কোনও বিশেষ চিন্তাধারার বিরুদ্ধে ছিল না, তা ছিল কৌতুক মাত্র’। তিনি আরও বলেছেন, গুরমেহরের নিজস্ব মতপ্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং তাঁকে যাঁরা মারবে বলছে এবং ধর্ষণের হুমকি দিচ্ছেন তাঁরা জঘন্যতম মানুষ।