নয়াদিল্লি: ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ খোয়ানোর পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের একাংশ টিম কোহলির সমালোচনায় মুখর হয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগও টিম ইন্ডিয়াকে নিশানা করেছেন। সাউদাম্পটন টেস্টে হেরে সিরিজ খোয়ানোর পর অধিনায়ক বিরাট কোহলি বলেন, বিদেশের মাটিতে লড়াই করে সন্তুষ্ট থাকার দিন শেষ। এবার ওই সীমা পার করার কৌশল শিখতে হবে। তিনি বলেছিলেন, এবার ফলাফল অনুকূলে আনার কৌশল শিখতে হবে। আমাদের মধ্যে ক্ষমতা রয়েছে। তাই জয়ের এতটা কাছাকাছি আসতে পারছি। এখন চাপের পরিস্থিতি মোকাবিলার করার উপায় রপ্ত করতে হবে।
সহবাগ বলেছেন, বিদেশের মাটিতে কোনও সিরিজে একটা ম্যাচ জেতা তো অনেক আগেই আমরা করেছিলাম। ওই সময় আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় সিরিজ ড্র করেছি। কিন্তু সিরিজ জিততে পারিনি। কিন্তু ২০১১ থেকে ২০১৪ আমরা বিদেশে সিরিজ হেরেছি। আমাদের সময়ে এমন ব্যাটসম্যান ছিল, যারা রান করতে পারত। কিন্তু এমন বোলার ছিল না যারা ২০ উইকেট নিতে পারে। তো সেই সমস্যা তো আজও রয়েই গিয়েছে। আজ বোলার আছে তো এমন ব্যাটসম্যান নেই যারা রান করতে পারে। এই সিরিজে কত বার আমরা ৮ ইনিংসে স্কোরবোর্ডে ৩০০ বা তার বেশি রান করতে পেরেছি? ব্যাটসম্যানরা বোর্ডে ৪০০ রান তুলতে পারলে তবেই টেস্ট ম্যাচ জেতা যায়। আমরা চেষ্টা করছি, তবে সীমার ওই পারে যেতে পারছি না, পরের সিরিজে চেষ্টা করব, এ সব কথা বলা তো খুবই সহজ। এরকম কথা তো এক দশক ধরে শুনে আসছি।
'এ তো এক দশক ধরে শুনে আসছি', কোহলির ‘সীমা ছাড়াতে হবে’ মন্তব্যকে খোঁচা দিয়ে বললেন সহবাগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Sep 2018 01:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -