নয়াদিল্লি: আজ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলের জন্মদিন। ৪৯ বছর পূর্ণ করলেন তিনি। জন্মদিনে তাঁকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। তবে আলাদা করে নজর কেড়ে নিয়েছে কুম্বলের প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সহবাগের ট্যুইট। কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সহবাগ লিখেছেন, ‘ভারতের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার এবং দুর্দান্ত রোল মডেল। অনিলভাই, তোমাকে দ্বিতীয় শতরান থেকে বঞ্চিত করার জন্য দুঃখিত। তবে আমি প্রার্থনা করি, তুমি জীবনে শতায়ু হও। আর মাত্র ৫১ বছর বাকি। শুভ জন্মদিন।’






সহবাগের প্রাক্তন ওপেনিং পার্টনার গৌতম গম্ভীর কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে লিখেছেন, ‘ভারতের সর্বকালের সেরা ম্যাচ উইনার অনিল কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার কাছ থেকে অনেককিছু শিখেছি। আমি যে অধিনায়কদের নেতৃত্বে খেলেছি, তাঁদের মধ্যে তুমিই সেরা। প্রজন্ম নির্বিশেষে ক্রিকেটারদের অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।’



হরভজন সিংহের ট্যুইট, ‘সর্বকালের সেরা স্পিনার, ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার, আমার বোলিং পার্টনার ও গুরু অনিল কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা।’ তাঁকে ধন্যবাদ জানিয়ে কুম্বলে লিখেছেন, ‘ধন্যবাদ ভাজ্জি। তোমার কাছ থেকে পঞ্জাবি শিখতে হবে।’






কুম্বলের অপর এক প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণও ট্যুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।