নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল জয় পেলেও, দল বাছাই নিয়ে একেবারেই খুশি নন প্রাক্তন তারকা বীরেন্দ্র সহবাগ। বিশেষ করে গতকাল শ্রেয়স আয়ারের দলে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রথম টি-২০ ম্যাচের অধিনায়ক। তিনি ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

সহবাগ বলেছেন, ‘শ্রেয়স আয়ারের কথা যদি বলতে হয়, এর আগের টি-২০ সিরিজে ওর পারফরম্যান্স ভাল ছিল। তাহলে কীসের ভিত্তিতে এই ম্যাচে ওকে দলে রাখা হল না? এই সিদ্ধান্তের পিছনে কি কোনও কারণ আছে? আমার মনে হয়, শ্রেয়স আয়ারেরও অধিনায়ককে গিয়ে বাদ পড়ার কারণ জিজ্ঞাসা করার সাহস নেই।’

বিরাটের সমালোচনা করে সহবাগ আরও বলেছেন, ‘আমি আরও একটা কথা বলতে চাই। বিরাট কোহলি ছাড়া বাকি সবার ক্ষেত্রেই নিয়ম প্রযোজ্য। শুধু ওর ক্ষেত্রেই কোনও নিয়ম লাগে না। কোনওদিন ওর ব্যাটিং অর্ডার বদলায় না বা ও যখন ফর্মে থাকে না তখন ওকে বাদ বা বিশ্রাম দেওয়াও হয় না।’

গতকাল শ্রেয়স ছাড়াও দলে ছিলেন না ভারতীয় দলের অপর এক নির্ভরযোগ্য সদস্য যুজবেন্দ্র চাহল। দলে ছিলেন সঞ্জু স্যামসন ও মণীশ পাণ্ডে। সাত নম্বরে ব্যাটিং করতে নামেন রবীন্দ্র জাডেজা। তিনি চোট পাওয়ার পর তাঁর বদলে খেলতে নামেন চাহাল। জাডেজার ব্যাটিং ও চাহলের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে জয় পায় ভারতীয় দল।

গতকালের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৬১ রান করে। ওপেনার কে এল রাহুল করেন ৫১ রান। অপর ওপেনার শিখর ধবন করেন ১ রান। বিরাট করেন ৯ রান। স্যামসন করেন ২৩ রান। মণীশ করেন ২ রান। হার্দিক পাণ্ড্য করেন ১৬ রান। জাডেজা ২৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন।

রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করেই থেমে যায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডি আর্সি শর্ট ও ফিঞ্চ যথাক্রমে ৩৪ ও ৩৫ রান করেন। মোজেস হেনরিক্স করেন ৩০ রান। চাহাল ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। টি নটরাজন ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন। দীপক চাহার একটি উইকেট নেন।