‘দুলহন কে হাত কি রোটি’, টুইটারে শেহবাগের মস্করা
Web Desk, ABP Ananda | 11 Jan 2018 02:41 PM (IST)
নয়াদিল্লি: যাঁরা টুইটারে আছেন, তাঁরা সকলেই জানেন যে, কৌতুক মস্করা ও রসিকতাপূর্ণ মন্তব্য করায় বীরেন্দ্র শেহবাগের জুড়ি মেলা ভার। সম্প্রতি, তেমনই একটি টুইট করেছেন প্রাক্তন ব্যাটসম্যান। সেখানে একটি ছবি দিয়ে শেহবাগ লিখেছেন, বাড়িতে নতুন বউ এসেছে। স্বামী বললেন, তোমার হাতের তৈরি রুটি খাওয়াও। তো স্ত্রী এটা বানালেন— https://twitter.com/virendersehwag/status/950945969436176384 ছবিতে দেখা যাচ্ছে, এটা আর সাধারণ রুটির থেকে আলাদা। ঘি-তে চোবানো রুটি আক্ষরিক অর্থেই হাতের চেটোর আকারে দেখতে! এখানেই থেমে থাকেননি শেহবাগ। এই মস্করায় জুড়ে নেন পার্থিব পটেলকে। লেখেন, ভাই তোমার ওখানে দস্তানা আছে না পাঠাব? https://twitter.com/virendersehwag/status/950957267880300549