মুম্বই: আর দেড় মাসও বাকি নেই বিশ্বকাপের। তার আগে এশিয়া কাপের (Asia Cup 2023) আসর। ভারতীয় ক্রিকেটারদের সামনে সুবর্ণ সুযোগ বড় মঞ্চে শেষবার নিজেদের ঝালিয়ে নেওয়ার বিশ্বকাপের আগে। গত বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবারের টুর্নামেন্টেও সর্বাধিক রানের মালিক হবেন হিটম্যানই। এমনটাই মনে করেন বীরেন্দ্র সহবাগ। প্রাক্তন ভারতীয় ওপেনার এক সাক্ষাৎকারে নজফগড়ের নবাব বলেন, ''ভারতে উইকেট খুবই ভাল হয়। ব্য়াটারদের জন্য আদর্শ থাকে পিচ। ভারতীয় ওপেনারদের জন্য দারুণ সুযোগ থাকছে বড় রান করার। যদি একজনের নামই বেছে নিতে হয়। তবে রোহিত শর্মাকেই বেছে নেব। ও আগে বিশ্বকাপেও দারুণ খেলেছিল। এবারও শুরু থেকেই রোহিতের ব্যাটে রান ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।''
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। সহবাগ বলছেন, ''বিশ্বকাপ যখনই আসে, তখনই অদ্ভুত একটা প্রাণশক্তি দেখতে পাওয়া যায় ওর মধ্যে। ধারাবাহিক ভাল পারফরম্যান্স আসতে থাকে ওর ব্যাট থেকে। এবারের টুর্নামেন্টে রোহিত দলের অধিনায়কও। আমি নিশ্চিত যে, নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজে ব্য়াট হাতেও দলকে ভরসা জোগাবে রোহিত।''
উল্লেখ্য, ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বসেছিল বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন। গড় ছিল ৮১। হাঁকিয়েছিলেন পাঁচটি সেঞ্চুরি। এখনও পর্যন্ত মোট ২৪৪টি ওয়ান ডে ম্যাচে ৯৮৩৭ রান করেছেন রোহিত। গড় ৪৮.৬৯। ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। চলতি বছরে দারুণ ফর্মে রয়েছেন হিটম্যান। এখনও পর্যন্ত সব ফর্ম্যাট মিলিয়ে ১৬ ম্যাচ খেলে ৯২৩ রান করেছেন।
এদিকে, বিশ্বকাপে ভারতের হয়ে চার নম্বর পজিশনে বিরাট কোহলির ব্যাট করা উচিত বলে মনে করেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি বলেন, 'ভারতের হয়ে চার নম্বরে কে ব্যাট করবে, সেই নিয়ে এখনও আলাপ আলোচনা চলছে। বিরাট সেই পজিশনে খেলতে পারে বলেও শুনতে পেলাম। এমনটা হলে কিন্তু ভালই হবে মনে হয়। আমার মতে বিরাট চার নম্বরের জন্য একদম সঠিক। ও ইনিংস গড়তেও পারে এবং প্রয়োজনে মিডল অর্ডারে একাধিক ভূমিকা পালন করতে পারে। আমি জানি না ও সেটা ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করবে কি না, কারণ ও তিনে ব্যাট করা পছন্দ করে। তবে দিনের শেষে দলের প্রয়োজনে যদি কিছু করতে হয়, কোনও ভূমিকা পালন করতে হয়, তাহলে সেট মেনে নিয়েই নিজের সেরাটা দিতে হবে।'