নয়াদিল্লি: ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেট, যেখানেই খেলেছেন সবসময় বোলারদের ত্রাস ছিলেন বীরেন্দ্র সহবাগ। কিন্তু তিনিও ব্যাট করার সময় একজন বোলারকে ভয় পেতেন! নিজেই সে কথা জানিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সহবাগ বলেছেন, ‘আমি একজন বোলারকেই ভয় পেতাম। তার নাম শোয়েব আখতার। ওর কোন বলটা আমার পায়ে লাগবে আর কোনটা মাথায়, সেটা কিছুতেই বোঝা যেত না। ওর অনেক বাউন্সারই আমার মাথায় লেগেছে। আমি ওকে ভয় পেতাম। তবে ওর বলে মারতেও মজা লাগত।’
এই সাক্ষাৎকারে ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি আবার বলেছেন, ক্রিকেট জীবনে কোনও খেলোয়াড়কেই ভয় পাননি। তবে সহবাগকে বল করতে কোনওদিনই ভাল লাগত না।
এই দুই খেলোয়াড়ই তাঁদের সবচেয়ে প্রিয় মুহূর্তের কথা জানিয়েছেন। সহবাগ বলেছেন, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ই তাঁর কাছে সবচেয়ে স্মরণীয়। আফ্রিদি ২০০৯-এর টি-২০ বিশ্বকাপের কথা উল্লেখ করেছেন।
ব্যাট করার সময় কাকে ভয় পেতেন? জানালেন সহবাগ
Web Desk, ABP Ananda
Updated at:
01 Oct 2018 05:52 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -