নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার লড়াইয়ে কি অনিল কুম্বলের প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন বীরেন্দ্র সহবাগ? একটি সর্বভারতীয় সংবাদপত্র সূত্রে এমনই খবর। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আইপিএল চলাকালীন বিসিসিআই-এর এক কর্তা সহবাগকে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করতে বলেন। সহবাগ অবশ্য এই খবর অস্বীকার করেছেন। যদিও তিনি কোচ হওয়ার জন্য আবেদন করেছেন।


কয়েকদিন আগেই জানা গিয়েছে, দুর্দান্ত সাফল্য পাওয়া সত্ত্বেও কুম্বলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নয় বিসিসিআই। কারণ, কুম্বলে নিজের এবং ক্রিকেটারদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন। এই কারণেই তাঁর উপর ক্ষুব্ধ বোর্ডকর্তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর নতুন কোচ হওয়ার জন্য আবেদনকারীদের ইন্টারভিউ নেবেন বিসিসিআই-এর ক্রিকেট কমিটির তিন সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগ।

বিসিসিআই সূত্রে খবর, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটির সদস্যরা কোচ নিয়োগ নিয়ে ক্রিকেটারদের মতামত শুনতে রাজি নন। ক্রিকেট কমিটির সদস্যদের পাশাপাশি বিসিসিআই সিইও রাহুল জোহরিও কোচ নিয়োগের প্রক্রিয়ার উপর নজর রাখবেন। কুম্বলের প্রতি বোর্ডকর্তাদের যা মনোভাব, তাতে সহবাগ কোচ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।