মুম্বই: ঐশ্বর্যা রাই বচ্চন, সোনম কপূর ও দীপিকা পাড়ুকোনের কান আউটফিট নিয়ে এখনও আলোচনার অন্ত নেই। কিন্তু শেফ পূজা ধিংড়া যা করেছেন, তা কারও কল্পনাতেও ছিল না। মুম্বইয়ে একটি অত্যন্ত জনপ্রিয় বেকারি চেনের মালকিন পূজা কান ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট লুক নিয়ে কেক আর ম্যাকারন তৈরি করে ফেলেছেন!