নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলা টেস্টের দ্বিতীয় ইনিংসে অনিল কুম্বলের ১০ উইকেটের জন্য ওয়াসিম আক্রমকে ধন্যবাদ জানালেন বীরেন্দ্র সহবাগ। কারণ, কুম্বলের ৯ উইকেট হয়ে যাওয়ার পর ওয়াকার ইউনিস এসে আক্রমকে বলেন, ইচ্ছাকৃতভাবে রান আউট হয়ে যাবে। যাতে কুম্বলে ১০ উইকেট নিতে না পারেন। কিন্তু আক্রম তাঁকে বলেন, ‘ওর ভাগ্যে যদি ১০ উইকেট থাকে, তাহলে কোনওভাবেই সেটা আটকানো যাবে না। আমি কথা দিচ্ছি, ওর বলে আউট হব না।’ যদিও আক্রমই কুম্বলের ১০ নম্বর শিকার হন।


কুম্বলে সেই অসাধারণ নজির গড়েছিলেন ঠিক ১৮ বছর আগে। ভারত-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৪ রান দিয়ে ১০ উইকেট নেন ভারতের বর্তমান কোচ। ইংল্যান্ডের জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেন তিনি। ২১২ রানে দিল্লি টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। সেই ঘটনারই ১৮ বছর পূর্তিতে ট্যুইট করে আক্রমকে ধন্যবাদ জানালেন সহবাগ।