মুম্বই: মাঠে হোক বা মাঠের বাইরে, তাঁর মতো চরিত্র ভারতীয় ক্রিকেটে খুব কম এসেছে। ব্যাটিং করতে করতে জনপ্রিয় হিন্দি গান গাওয়া হোক বা কঠিন উইকেটকে সহজ বলে সতীর্থদের চমকে দেওয়া, বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) মানেই ঠোড়া হটকে!


কলা-কাহিনী


ড্রেসিংরুমে বীরু এত কথা বলতেন যে, তাঁকে চুপ করানোর জন্য অভিনব এক উপায় বার করেছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কী সেই পন্থা? সচিনের জন্মদিনেই সেই কাহিনী ফাঁস করলেন স্বয়ং সহবাগ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বীরু। সেখানে তাঁকে দেখা যাচ্ছে হাতে একটি প্লেটে কলা নিয়ে বসে থাকতে। বীরু বলছেন, 'ড্রেসিংরুমে আমি এত কথা বলতাম যে, আমাকে চুপ করানোর জন্য সচিন পাজি হাতে কলা ধরিয়ে দিতেন। বলতেন, নে কলা খা। তাতেই আমি চুপ থাকতাম।' তারপরই সহবাগ বলেছেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমি কলা খাচ্ছি আর চুপ থাকব কথা দিচ্ছি।'



অর্জুনের শুভেচ্ছাবার্তা


বাবার দেখানো পথেই ক্রিকেটকে বেছে নিয়েছেন কেরিয়ার হিসেবে। এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খুব সীমিত সুযোগ মিলেছে। আইপিএলে  যদিও নামার সুযোগ পাননি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে ড্রেসিংরুমে বাবার পাশে বসছেন। দেশ বিদেশের বড় বড় ক্রিকেটারদের সংস্পর্শে এসেছেন। অভিজ্ঞতা সঞ্চয় করছেন। এবার বাবার জন্মদিনে তাঁর উদ্দেশে আবেগঘন শুভেচ্ছাবার্তা পোস্ট করলেন অর্জুন তেন্ডুলকর। 


বাবার জন্মদিনে তাঁর উদ্দেশে অর্জুন লিখেছেন, ''তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দারুণভাবে উপভোগ করো দিনটা। সারাটা জীবন ধরে আমার জন্য তুমি যা করেছ, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তোমাকে।'' মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় সচিনকে শুভেচ্ছা জানানো হয়েছে।


সচিন ৪৯


নব্বইয়ের দশকের শুরুতে তিনি যখন ভারতীয় ক্রিকেটের নিয়মিত সদস্য হতে শুরু করেছেন, তখনও পর্যন্ত কেউ জানত না যে এই পুঁচকে ছেলেটাই একদিন বিশ্ব ক্রিকেটকে শাসন করবে তাঁর ব্যাটিংয়ের মাধ্যমে। মাত্র ষোলোতে অভিষেক, সতেরােতে প্রথম সেঞুরি, এরপর টানা ২৪ বছর। ২২ গজে একচ্ছত্র আধিপত্য। ঝুলিতে একশোর বেশি সেঞুরি, দুশো টেস্ট ম্যাচ, চৌত্রিশ হাজারের ওপর রান। তিনি অবসর নিয়েছে আজ থেকে প্রায় ১০ বছর আগে। কিন্তু এখনও পর্যন্ত সচিন তেন্ডুলকর ভারত তথা বিশ্ব ক্রিকেটেও অন্যতম প্রাসঙ্গিক নাম। আজ পঞ্চাশে পা দিলেন কিংবদন্তি এই ব্যাটার। আইপিএল চলায় এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে দলের সঙ্গেই রয়েছেন তিনি। 


আরও পড়ুন: দুঃসময়ে কোহলি পাশে পেয়ে গেলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকারকে