নয়াদিল্লি: ব্যাটসম্যান হিসেবে যেমন একের পর এক বাউন্ডার, ছক্কা হাঁকিয়েছেন, খেলা ছাড়ার পরেও সেভাবেই সাকলিন মুস্তাককে বিব্রত করলেন বীরেন্দ্র সহবাগ। পাকিস্তানের প্রাক্তন অফ স্পিনারের জন্মদিনে শুভেচ্ছা জানানোর সঙ্গে জুড়ে দিলেন মুলতানে ৩০৯ রানের সেই ইনিংসের ভিডিও। সেটা দেখে নিশ্চয়ই সাকলিনের খুশি হওয়ার কথা নয়।


সহবাগের রসবোধের পরিচয় তাঁর বেশিরভাগ ট্যুইটেই পাওয়া যায়। যাঁরা এই রসিকতার শিকার হন, তাঁদের কেমন লাগে সেটা জানা না গেলেও, অন্যরা নিঃসন্দেহে মজা পান। সাকলিনের ক্ষেত্রেও সেটাই হল। তিনি অবশ্য সহবাগকে ধন্যবাদ জানিয়েছেন।