সহবাগের রসবোধের পরিচয় তাঁর বেশিরভাগ ট্যুইটেই পাওয়া যায়। যাঁরা এই রসিকতার শিকার হন, তাঁদের কেমন লাগে সেটা জানা না গেলেও, অন্যরা নিঃসন্দেহে মজা পান। সাকলিনের ক্ষেত্রেও সেটাই হল। তিনি অবশ্য সহবাগকে ধন্যবাদ জানিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -