শক্তিশালী ইতালিকে হারানোয় ভারতের অনুর্ধ্ব-১৭ দলকে এভাবে অভিনন্দন জানালেন সহবাগ
ট্যুইটারে এ ধরনের মজাদার ট্যুইটের জন্য পরিচিত নজফগড়ের নবাব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসহবাগের ট্যুইট, বাহ..আমরা ইতালিকে হারিয়েছি.. অনুর্ধ্ব-১৭ দলকে অভিনন্দন..ইতালির ইডলি হয়ে গিয়েছে।
ইতালির বিরুদ্ধে এই জয়ের পর ভারতের এই জুনিয়র দলকে অভিনন্দন জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। নিজস্ব কায়দায় অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ।
এ বছর ভারতে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ। তারই প্রস্তুতি হিসিহে ভারতীয় দল বর্তমানে ইউরোপ সফর করছে।
ভারতের হয়ে অভিজিত সরকার খেলার ৩১ মিনিটে এবং রাহুল প্রবীণ ৮০ মিনিটে গোল করে।
ভারতের অনুর্ধ্ব-১৭ ফুটবল দল গত শুক্রবার প্রীতি ম্যাচে ইতালির অনুর্ধ্ব-১৭ দলকে ২-০ তে হারিয়ে ইতিহাস গড়েছে। ইতালির এই দল দারুন শক্তিশালী। এই দল যুব বিশ্বকাপ জিতেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -