অপদস্থ হওয়ার নতুন নতুন উপায় খুঁজছেন ইমরান, মার্কিন চ্যানেলের ভিডিও শেয়ার করে কটাক্ষ বীরেন্দ্র সহবাগের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2019 06:42 PM (IST)
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।এবার টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে মার্কিন সঞ্চালকদের কটাক্ষের মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।এবার টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে মার্কিন সঞ্চালকদের কটাক্ষের মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী। আর ওই টেলিভিশন অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান পাক প্রধানমন্ত্রীকে একহাত নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে সহবাগ ক্যাপশনে লিখেছেন, আপনাকে ব্রঙ্কসের ওয়েল্ডারের মতো বলতে শোনাচ্ছে, বললেন ওই সঞ্চালক। কয়েকদিন আগে রাষ্ট্রপুঞ্জে হতাশাজনক বক্তৃতার পর এই ব্যক্তি নিজেকে অপদস্থ করার নতুন নতুন উপায় খুঁজছেন। একটি মার্কিন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে ইমরান সেদেশের পরিকাঠামো নিয়ে পরিহাস করে বলেন, আপনাদের চিনে যেতে হবে এবং দেখতে হবে যে, ওদের পরিকাঠামো কেমন। নিউইয়র্কে আমি গাড়ি লাফাতে দেখছি। সঞ্চালকরা ইমরানের ওই মন্তব্যকে আদৌ ভালোভাবে নেননি। তাঁরা বলেন, আপনার কথাবার্তা মোটেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর নয়। আপনাকে ব্রঙ্কসের একজন ওয়েল্ডারের মতো কথা বলতে শোনা যাচ্ছে। উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জে ইমরানের বক্তৃতার সমালোচনা করেছেন মহম্মদ সামি, হরভজন সিংহ ও ইরফান পাঠানের মতো ক্রিকেটার। তাঁরা বলেন, ইমরানের বক্তৃতা সামঞ্জস্যহীন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের আর্থিক বৃদ্ধি ও তাঁর নেতৃত্বে দেশ কীভাবে উন্নতির পথে এগিয়েছে, তা তুলে ধরেন। অন্যদিকে, ইমরানের বক্তব্য জুড়ে ছিল কাশ্মীর এবং তিনি ভারতকে পরমাণু যুদ্ধেরও হুমকি দেন।