একটি মার্কিন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে ইমরান সেদেশের পরিকাঠামো নিয়ে পরিহাস করে বলেন, আপনাদের চিনে যেতে হবে এবং দেখতে হবে যে, ওদের পরিকাঠামো কেমন। নিউইয়র্কে আমি গাড়ি লাফাতে দেখছি।
সঞ্চালকরা ইমরানের ওই মন্তব্যকে আদৌ ভালোভাবে নেননি। তাঁরা বলেন, আপনার কথাবার্তা মোটেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর নয়। আপনাকে ব্রঙ্কসের একজন ওয়েল্ডারের মতো কথা বলতে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জে ইমরানের বক্তৃতার সমালোচনা করেছেন মহম্মদ সামি, হরভজন সিংহ ও ইরফান পাঠানের মতো ক্রিকেটার। তাঁরা বলেন, ইমরানের বক্তৃতা সামঞ্জস্যহীন।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের আর্থিক বৃদ্ধি ও তাঁর নেতৃত্বে দেশ কীভাবে উন্নতির পথে এগিয়েছে, তা তুলে ধরেন। অন্যদিকে, ইমরানের বক্তব্য জুড়ে ছিল কাশ্মীর এবং তিনি ভারতকে পরমাণু যুদ্ধেরও হুমকি দেন।