মুম্বই: তাঁদের প্রেম কাহিনি একসময় ক্রিকেট ও বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় ছিল। ভিভ রিচার্ডস (Viv Richards) ও নীনা গুপ্তর (Neena Gupta) প্রেম পরিণতি পায়নি। তবে দুজনের এক কন্যাসন্তান হয়। মাসাবা (Masaba)।


আর সেই মেয়ের টানেই বারবার ভারতে ছুটে আসতে দেখা যায় ক্রিকেটের কিংবদন্তিকে। মাসাবার বিয়েতে হাজির হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রবাদপ্রতিম ক্রিকেটার। মেয়ে, জামাইয়ের পাশাপাশি সেখানে হাজির প্রাক্তন প্রেমিকা নীনাও। যিনি আবার বর্তমান স্বামীর সঙ্গে যোগ দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। সকলের ছবি একসঙ্গে পোস্ট করেছেন মাসাবা। সঙ্গে লিখেছেন, 'এই প্রথম গোটা পরিবার একসঙ্গে। এটাই আমরা। আমাদের দুর্দান্ত মিশ্র পরিবার। এখান থেকে যা কিছু পাব সবই বোনাস'।


দুজনকে বন্ধু বলে জানতেন সকলে। সম্পর্কের কথা চাউর হয়নি। আচমকা বিয়ের কথা ঘোষণা করে চমকে দিলেন মাসাবা এবং সত্যদীপ। তারকা ফ্যাশন ডিজাইনারের সঙ্গে বিয়ের পিঁড়িতে অভিনেতা। মায়ানগরীতে নতুন জীবনে পা রাখলেন আরও এক যুগল। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারকা ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্ত এবং অভিনেতা সত্যদীপ মিশ্র।


একসঙ্গে এর আগে দেখা গিয়েছে বটে, তবে তাঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি বলে মনে হয়নি অনেকেরই। তাই বিয়ের খবর সামনে এনে অনুরাগীদের চমকে দিয়েছেন মাসাবা এবং সত্যদীপ। বিয়ের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁরা।


সোশ্যাল মিডিয়ায় যে ছবি সামনে এনেছেন মাসাবা এবং সত্যদীপ, তাতে বর-কনে, দু’জনই মাসাবার কালেকশনের পোশাক পরে রয়েছেন। তাতে গোলাপি এবং কচি কলাপাতা রংয়ের লেহেঙ্গা-চোলি-দোপাট্টায় দেখা গিয়েছে মাসাবাকে। ক্রিম রংয়ের পাঞ্জাবিতে দেখা গিয়েছে সত্যদীপকে।


মেয়ের বিয়েতে অংশ নিতে উড়ে এসেছিলেন মাসাবার বাবা ভিভ রিচার্ডস। মা নীনা গুপ্তও মেয়ের বিয়ের ফ্যামিলি ফ্রেমে ধরা দিয়েছেন। তাতে রয়েছেন নীনার স্বামী, মাসাবার সৎ বাবা বিবেক মেহরাও। সত্যদীপের মা নলিনী, বোন চিন্ময়াও হাসিমুখে পোজ দিয়েছেন।


তাঁর বিয়ের জন্যই এই প্রথম গোটা ফ্যামিলিকে এক ফ্রেমে ধরা গেল বলে জানিয়েছেন মাসাবা। ছবি পোস্ট করে লেখেন, ‘এতদিনে এই প্রথম বার-আমার গোটা জীবন এক জায়গায়। এই হলাম আমরা। আমার সুন্দর, মিশ্রিত পরিবার। এর পর থেকে বাকি সবকিছুই বোনাস’।


মাসাবা এবং সত্যদীপের বিয়ের খবরে উচ্ছ্বসিত বলিউডও। কঙ্কনা সেন শর্মা থেকে আয়ুষ্মান খুরানা, মিনি মাথুর, আথিয়া শেট্টি, অনিল কপূর, মীরা কপূর নবদম্পতিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।


মাসাবা জানিয়েছেন, আইনি মতে, আদালতে গিয়ে বিয়ে সেরেছেন তিনি ও সত্যদীপ। কোনও রকম জমকালো অনুষ্ঠান করতে চাননি তাঁরা। সবকিছু ছিমছাম হোক, চেয়েছিলেন। তাই শুধুমাত্র পরিবারই বিয়েতে উপস্থিত ছিল। তবে বিয়ে ছিমছাম হলেও, বড় করে রিসেপশন দেবেন মাসাবা এবং সত্যদীপ। তবে তাতেও মায়ানাগরীর ঘনিষ্ঠ বন্ধুরাই আমন্ত্রিত থাকবেন বলে জানিয়েছেন মাসাবা। তিনি জানিয়েছেন, পরিবার এবং বন্ধুদের মধ্যে ৮০-৮৫ জনকে নিয়ে পার্টি হবে, যাঁরা তাঁর এবং সত্যদীপের ঘনিষ্ঠ।


আলাপ থাকলেও, ‘মাসাবা মাসাবা’র সেটেই সত্যদীপের সঙ্গে ঘনিষ্ঠতা হয় মাসাবার। তার পর ২০২০ সাল থেকে প্রায়শই ইনস্টাগ্রামে পরস্পরের ছবিতে দেখা যেত দু’জনকে।


 




এর আগে, বলিউড প্রযোজক মধু মান্টেনার সঙ্গে বিয়ে হয়েছিল মাসাবার। সত্যদীপের প্রথম পক্ষের স্ত্রী অদিতি রাও হায়দরি। সেই অতীত পিছনে ফেলে পরস্পরের হাত ধরলেন মাসাবা এবং সত্যদীপ। নীনা এবং ভিভের মেয়ে মাসাবার তৈরি জামা-কাপড় না হলে চলে না বলিউডের তারকারা। সম্প্রতি অভিনয়েও পা রেখেছেন তিনি। সত্যদীপ জাত অভিনেতা হিসেবেই পরিচিত।







আরও পড়ুন: কোহলির দেওয়ালে বাজছে বন্দেমাতরম, তেরঙ্গা আরও ওপরে তুলে ধরার শপথ রোহিতের