নয়াদিল্লি: তাঁর কব্জির মোচড়ে ছিল শিল্পের ঝলক। এবার সেই শিল্পী ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ কলম ধরেছেন। নিজের আত্মজীবনী লিখছেন তিনি। আগামী ২০ নভেম্বর তা প্রকাশিত হবে।
ওয়েস্টল্যান্ড পাবলিকেশনের পক্ষ থেকে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান লক্ষ্মণের '২৮১ অ্যান্ড বেয়ন্ড'
নামের আত্মজীবনী প্রকাশের কথা আজ ঘোষণা করেছে।
২০০১-এ ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হায়দরাবাদি লক্ষ্মণের বিখ্যাত ২৮১ রানের ইনিংস থেকেই বইয়ের নামকরণ করা হয়েছে। লক্ষ্মণের ওই ধ্রুপদি ইনিংস সেই সিরিজের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
লক্ষ্মণ বলেছেন, এই বইয়ের জন্য কলম ধরাটা আমার কাছে একটা আবেগপূর্ণ অধ্যায়। প্রতিটি পর্বের শেষেই আবেগাপ্লুত হয়ে পড়ি। বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া অনেক ঘটনাই স্মৃতিপটে ফিরে আসে। এটা খুবই কঠিন কাজ। কিন্তু একইসঙ্গে বেশ মজাজারও।
লক্ষ্মণের এই আত্মজীবনী হবে এক ক্রিকেটারের যাত্রাপথের অকপট ও খোলামেলা কাহিনী।তবে ড্রেসিংরুমের গোপন বিষয় যে এতে থাকবে না, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
২০১২-তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন লক্ষ্মণ। ভারতের হয়ে ১৩৪ টেস্টে ৪৫.৯৭ গড়ে ৮,৭৮১ রান করেছেন। তাঁর ১৭ সেঞ্চুরি ও ৫৬ টি হাফসেঞ্চুরি রয়েছে।
৮৬ একদিনের ম্যাচে ৩০.৭৬ গড়ে তিনি করেছেন ২৩৩৮ রান।