কাতার: না শেষ পর্যন্ত আর হল না। স্বপ্নভঙ্গ ইউক্রেনের। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukrain) দেশটি স্বপ্ন দেখছিল যে আসন্ন কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে তারা। কিন্তু সেই স্বপ্নপূরণ আর হল না। ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ হেরে গেল ইউক্রেন। অন্যদিকে ওয়েলস প্রায় ৬৫ বছর পর ফের একবার ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল। এর আগে গ্যারেথ বেলের দেশ শেষবার ১৯৫৮ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর কাতারে বিশ্বকাপে অংশ নেবে ওয়েলস।


এদিন ম্যাচের শুরু থেকেই ওয়েলসের ফুটবলাররা বাড়তি চাপ তৈরির চেষ্টা করছিলেন প্রতিপক্ষের ওপর। বল পজিশন থেকে শুরু করে গোলমুখি শট সব কিছুতেই এগিয়ে ছিল ইউক্রেন। খেলায় প্রতিনিয়ত চাপ তৈরি করে রাখছিল ইউক্রেন প্রতিপক্ষের ওপর। মোট ২২টি গোলমুখি শট এদিন ওয়েলসের তেকাঠি লক্ষ্য করে নিয়েছিলেন ইউক্রেনের ফুটবলাররা। কিন্তু পাল্টা কাউন্টার অ্যাটাকে আচমকাই গোল হজম করতে হয় ইউক্রেনকে। খেলার ৩৪ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় ওয়েলস। এরপর আর প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি কোনও দলই। 


দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণ আরও বাড়িয়ে নিয়েছিল ইউক্রেন। কিন্তু রক্ষণভাগে কোনও খামতি রাখেনি ওয়েলসের কোচ রব পেজ। এরই মাঝে ৭৬ মিনিটের মাথায় গোল করার সুযোগ ছিল গ্যারেথ বেলের সামনে। কিন্তু সহজ সুযোগ মিস করেন বেল। খেলার বাকি সময়টা ওয়েলসও ব্যবধান বাড়াতে পারেনি। অন্যদিকে ইউক্রেনও গোলশোধ করতে পারেনি। 


যুদ্ধবিধ্বস্ত দেশ। প্রতিমুহূর্তে গোলাবর্ষণ, বন্দুকের গুলি, বোমার আওয়াজ। কান পাতলেই শুনতে পাওয়া যায় বেঁচে থাকার কাতর আর্তি। মৃত্যুঘণ্টা বাজছে, তবুও স্বপ্ন দেখার ইচ্ছে প্রতিমুহূর্ত। হয়ত ঘুরে দাঁড়াবে একদিন ইউক্রেন (Ukrain)। আর সেই ঘুরে দাঁড়ানোর পথ দেখাচ্ছে ইউক্রেন জাতীয় ফুটবল দল। এদিন হারলেও গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে হাততালি দেয় ইউক্রেনের ফুটবলারদের।


আরও পড়ুন: নজির গড়ে টেক্কা পেলেকে, আর্জেন্তিনার জার্সিতে প্রথমবার এক ম্যাচে ৫ গোল মেসির