নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। গত বছর এশিয়া কাপেও ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলান রোহিত। তাঁর নেতৃত্বে ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। এবারও দলকে সাফল্য এনে দেওয়াই রোহিতের লক্ষ্য।
আগামীকাল অরুণ জেটলি স্টেডিয়ামে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমার কাজ খুব সহজ। বিরাট যেখানে দলকে ছেড়ে গিয়েছে, সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। বিরাট দলকে যে জায়গায় নিয়ে এসেছে, আমি যখনই সুযোগ পেয়েছি, সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করেছি।’
প্রতিপক্ষ সম্পর্কে রোহিত বলেছেন, ‘বাংলাদেশ খুব ভাল দল। এত বছর ধরে ওরা কতটা ভাল পারফরম্যান্স দেখিয়েছে, সেটা আমরা জানি। শুধু ঘরের মাঠেই নয়, বাইরেও ওরা ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ওরা সবসময় আমাদের চাপে ফেলে দিয়েছে। তাই ওদের দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় (তামিম ইকবাল ও শাকিব আল হাসান) না থাকলেও, যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারে। সেটাকে অঘটন বলব না। দীর্ঘদিন ধরে খেলায় বাংলাদেশের ক্রিকেটাররা পরিণত হয়ে গিয়েছে। আমাদের দলে কয়েকজন তরুণ ক্রিকেটার আছে। অনেকেই নিজেদের দক্ষতার পরিচয় দিতে চায়। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে আমরা নিজেদের দল নিয়েই ভাবছি।’
রোহিত ইঙ্গিত দিয়েছেন, আগামীকাল ভারতের প্রথম একাদশে থাকতে পারেন সঞ্জু স্যামসন বা শিবম দুবে। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলকে সব পরিস্থিতির জন্য তৈরি করে নেওয়াই লক্ষ্য।
বিরাটের ছেড়ে যাওয়া জায়গা থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই, বলছেন অধিনায়ক রোহিত
Web Desk, ABP Ananda
Updated at:
02 Nov 2019 05:21 PM (IST)
রোহিত ইঙ্গিত দিয়েছেন, আগামীকাল ভারতের প্রথম একাদশে থাকতে পারেন সঞ্জু স্যামসন বা শিবম দুবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -