করাচি: ভারতের অধিনায়ক বিরাট কোহলি আগামী দিনে ব্যাটিংয়ের যাবতীয় রেকর্ড ভেঙে দেবেন বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। তিনি বলেছেন, ‘বিরাট কোহলি যেভাবে ফিটনেস বজায় রেখেছে, খেলা উপভোগ করছে এবং নিজের দক্ষতার প্রতি নজর রেখেছে, তাতে আমার মনে হয়, আগামী কয়েক বছরের মধ্যেই ও ব্যাটিংয়ের সব রেকর্ড ভেঙে দেবে।’
কিংবদন্তী সচিন তেন্ডুলকরের সঙ্গেই টেস্ট অভিষেক হয়েছিল ওয়াকারের। তিনি সচিন, ব্রায়ান লারা, রিকি পন্টিংয়ের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করেছেন। তাঁদের কথা মাথায় রেখেই বিরাটের প্রশংসা করছেন প্রাক্তন এই পেসার। তিনি বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে তেন্ডুলকরের টেস্ট অভিষেক হয়েছিল। ওর বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি। বছরের পর বছর ওকে দেখেছি কীভাবে পেশাদার হয়ে উঠেছে। ওর মতো দায়বদ্ধ ক্রিকেটার আমি আর দেখিনি। আমি যাদের বিরুদ্ধে বল করেছি, তার মধ্যে ও-ই সেরা ছিল। ওকে বল করা চ্যালেঞ্জের ছিল। লারা সহজাত প্রতিভাবান ক্রিকেটার ছিল। ওর নিজের দিনে বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা ছিল। কোহলি বর্তমান সময়ে সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার। গত এক দশকে ক্রিকেট অনেক বদলে গিয়েছে। কিন্তু তাতেও বর্তমান সময়ে কোহলি সেরা। কারণ ওর ফিটনেস ও দায়বদ্ধতা অসাধারণ। ওর ব্যাটিং দক্ষতার উন্নতি হচ্ছে। ও যেভাবে এগিয়ে চলেছে, তাতে আমার মনে হয় নতুন অনেক রেকর্ড গড়বে।’
গত বছর পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার। তিনি বলেছেন, খেলোয়াড় জীবনের মতোই কোচ হিসেবেও কোনওদিন শৃঙ্খলার সঙ্গে আপস করেননি। কারণ, তিনি মনে করেন, শৃঙ্খলা না থাকলে প্রতিভা কোনও কাজে লাগবে না।
বিরাট সব রেকর্ড ভেঙে দেবেন, মন্তব্য ওয়াকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Dec 2017 05:03 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -