হ্যামিলটন: বাউন্সার সামাল দেওয়ার জন্য ব্যাটসম্যানরা হেলমেট পরে ক্রিজে যান। স্পিনারদের বলে কিপিং করার সময় উইকেটকিপাররাও অনেক সময় হেলমেট পরেন। সিলি পয়েন্ট বা শর্ট লেগে থাকা ফিল্ডাররাও হেলমেট পরেন। কিন্তু কোনও বোলার হেলমেট পরে বল করছেন, এই দৃশ্য দেখা যায় না। তবে সেই অভিনব ঘটনাই দেখা গেল নিউজিল্যান্ডের হ্যামিলটনে একটি টি-২০ ম্যাচে। নর্দার্ন নাইটসের বিরুদ্ধে ম্যাচে হেলমেট পরে বল করলেন ওটাগো ভোল্টসের পেসার ওয়ারেন বার্নস।


বার্নসের এই হেলমেট বিশেষভাবে তৈরি করা হয়েছে। ওটাগো ভোল্টসের কোচ রব ওয়াল্টারের সঙ্গে পরিকল্পনা করে বেসবল ম্যাচে আম্পায়াররা যে ধরনের হেলমেট পরেন এবং সাইক্লিস্টরা যে হেলমেট পরেন, সেই দু’টি মিশিয়ে তৈরি হয়েছে বার্নসের বিশেষ হেলমেট। তিনি বলেছেন, বোলিং অ্যাকশনের কারণে যাতে চোট না পান, সেটা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। বল করার পরেই তাঁর মাথা নীচে ঝুঁকে যায়। ফলে ব্যাটসম্যান স্ট্রেট ড্রাইভ করলে মাথায় চোট লাগার আশঙ্কা আছে। হেলমেট পরলে সেই ঝুঁকি এড়ানো যাবে বলেই মনে করছেন বার্নস।

দেখুন হেলমেট পরে বার্নসের বোলিংয়ের দৃশ্য