নয়াদিল্লি: দীর্ঘ ৭ বছর পর আবার রাজস্থান রয়্যালসে ফিরলেন শেন ওয়ার্ন। এবার দলের মেন্টর হিসেবে।


২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের অধিনায়ক-কোচ ছিলেন এই অস্ট্রেলীয় কিংবদন্তি স্পিনার। তাঁর নেতৃত্বে ২০০৮ সালে প্রথম আইপিএল ট্রফি জেতে রাজস্থান রয়্যালসরা।


এদিন ওয়ার্ন জানান, রাজস্থানে ফিরতে পেরে দারুণ খুশি ও উত্তেজিত। আমার ক্রিকেটীয় যাত্রায় রাজস্থান রয়্যালস বিশেষ জায়গা দখল করে রয়েছে। দলের ভালবাসায় আমি আপ্লুত। তিনি যোগ করেন, রাজস্থান রয়্যালসের এবারের দলে একাদিক তরুণ ক্রিকেটার রয়েছে। তাঁদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।


অন্যদিকে, ফিক্সিংকাণ্ডে দুবছরের নির্বাসন কাটিয়ে ফের আইপিএল-এ ফিরেছে রাজস্থান রয়্যালস। হারানো গরিমা ফিরে পেতে দল ৪৮ বছর বয়সী ওয়ার্নের শরণাপন্ন হয়েছে। এদিন দলের অন্যতম কর্ণধার মনোজ বাদালে বলেন, তিনি একজন কিংবদন্তি। রাজস্থান রয়্যালসের হয়ে তিনি যা অর্জন করেছেন, তা অতুলনীয়। আমাদের আশা, দলের মেন্টর হিসেবে তিনিই সেরা।