মুম্বই: ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ওপেনিং জুটিতে পরপর পাঁচটি ইনিংসে ৫০ বা তার বেশি রান করে নতুন নজির গড়লেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে গত পাঁচটি ম্যাচে তাঁদের জুটিতে ওঠে ৭০, ২৩১, ৬৬, ৬১ ও এই ম্যাচে ১০০-র বেশি। এক্ষেত্রে তাঁদের চেয়ে এগিয়ে শুধু পাকিস্তানের দুই প্রাক্তন তারকা ব্যাটসম্যান সইদ আনোয়ার ও আমির সোহেল। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে ভারতের বিরুদ্ধে পরপর ৬টি ইনিংসে ৭৭, ৯৬, ৫৮, ৮৪, ১৪৪ ও ৭৭ রান উঠেছিল তাঁদের জুটিতে। সেই রেকর্ড অবশ্য ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে ফিঞ্চ-ওয়ার্নারের সামনে।


একইসঙ্গে আজ অস্ট্রেলিয়ার ১৫-তম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিকে ৫,০০০ রান করে ফেললেন ওয়ার্নার। তিনি ও ফিঞ্চ আজ যেভাবে ব্যাটিং করছেন, তাতে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা উজ্জ্বল। ভারতের বোলাররা এখনও পর্যন্ত সাফল্য পাননি। অনায়াসে রান করেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার।