৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙার আর একটি সুযোগ হয়তো পাব, লারাকে বললেন ওয়ার্নার
Web Desk, ABP Ananda | 04 Dec 2019 05:04 PM (IST)
বুধবার লারার সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার। সঙ্গে লেখেন, ‘কিংবদন্তির সঙ্গে দেখা হয়ে দারুণ লাগল। আশা করছি ওঁর ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙার আর একটা সুযোগ পাব।’
অ্যাডিলেড: অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হয়েছে তাঁর। পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেডে তিনি ৩৩৫ রানে অপরাজিত থাকার সময় ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন। তাই ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড সুরক্ষিতই থেকে গিয়েছে। পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারানোর পর সেই ডেভিড ওয়ার্নার স্বয়ং লারার সঙ্গেই দেখা করলেন। এবং কিংবদন্তিকে তিনি জানালেন, বিশ্বরেকর্ড ভাঙার আর একটি সুযোগ পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। বাণিজ্যিক কিছু কাজের জন্য অ্যাডিলেডেই ছিলেন লারা। ওয়ার্নার তাঁর রেকর্ড ভেঙে দেবেন বলে আশায় ছিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকাও। লারা জানিয়েছিলেন, তিনি ওয়ার্নারকে অভিনন্দন জানাবেন বলে তৈরি ছিলেন। যদিও বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ পাননি ওয়ার্নার। বুধবার লারার সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার। সঙ্গে লেখেন, ‘কিংবদন্তির সঙ্গে দেখা হয়ে দারুণ লাগল। আশা করছি ওঁর ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙার আর একটা সুযোগ পাব।’ তাঁর ৩৬৫ রানের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়ার পর লারাকে মাঠে গিয়ে অভিনন্দন জানিয়েছিলেন স্যার গ্যারি সোবার্স। অ্যাডিলেড টেস্টে ওয়ার্নার ৪০০ রান পেরিয়ে গেলে একইরকম পরিকল্পনা ছিল লারারও।