গুজরাতকে সহজেই হারিয়ে প্লে-অফে হায়দরাবাদ
Web Desk, ABP Ananda | 13 May 2017 08:49 PM (IST)
কানপুর: গুজরাত লায়ন্সকে সহজেই আট উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এর প্লে-অফে জায়গা পাকা করে নিল গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের নায়ক অধিনায়ক ডেভিড ওয়ার্নার, বিজয় শঙ্কর ও পেসার মহম্মদ সিরাজ। আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়ার্নার। প্রথমে ব্যাট করে ১৫৪ রানে অলআউট হয়ে যায় গুজরাত। ডোয়েন স্মিথ (৫৪) ও ঈশান কিষাণ (৬১) ইনিংসের শুরুটা দুর্দান্ত করেছিলেন। কিন্তু তাঁরা আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে গুজরাতের ব্যাটিং লাইনআপ। রবীন্দ্র জাডেজা (২০ অপরাজিত) ছাড়া আর কেউ দু অঙ্কের রান পাননি। সিরাজ চারটি, রশিদ তিনটি এবং ভুবনেশ্বর কুমার দুটি উইকেট নেন। ১৮.১ ওভারে দু উইকেট হারিয়ে গুজরাতের এই রান টপকে যায় হায়দরাবাদ। ওয়ার্নার ৬৯ এবং শঙ্কর ৬৩ রানে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে দ্বিতীয় স্থানে হায়দরাবাদ।