অ্যাডিলেড: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বিরাট জয় অস্ট্রেলিয়ার। অ্যাডিলেড ওভালে শ্রীলঙ্কাকে ১৩৪ রানে হারালেন অ্যারন ফিঞ্চরা। ৩৩তম জন্মদিনে টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম শতরান করে নজর কাড়লেন ডেভিড ওয়ার্নার। ৫৬ বলে ১০০ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। তাঁর ইনিংস সাজানো রয়েছে ১০টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি।
ব্যাটে ঝড় তুললেন অজি অধিনায়ক ফিঞ্চ এবং টি-টোয়েন্টি স্পেশালিস্ট গ্লেন ম্যাক্সওয়েল। শুরুতেই ৩৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন অজি অধিনায়ক। ফার্স্ট ডাউনে এসে বিধ্বংসী ব্যাটিং করেন ম্যাক্সওয়েলও। ২৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। এই তিন ব্যাটসম্যানের দাপটে নির্ধারিত ২০ ওভারে ২৩৩ রানের বিশাল স্কোর দাঁড় করায় অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে ৯৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। কুসল মেন্ডিস, দানুস্কা গুনাথিলকা, কুসল পেরেরা সহ বিফল সব ব্যাটসম্যানরাই। অ্যাডিলেডের পর ব্রিসবেনের গাব্বা ও মেলবোর্নের মোলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।