নয়াদিল্লি: নিজের ও স্বামীর দ্রুত মুক্তির দাবিতে জেলের ভিতরে অনশন শুরু করলেন রাজীব গাঁধী হত্যাকাণ্ড মামলার অন্যতম অপরাধী নলিনী শ্রীহরণ। শনিবার থেকে ভেলোরের মহিলা সংশোধনাগারের মধ্যে অনশন শুরু করেন তিনি। সংশোধনাগারের আধিকারিক সূত্রে খবর, গত ২৮ বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছেন নলিনী ও তার স্বামী মুরুগান। নলিনীর অভিযোগ, রাজ্য সরকারকে দ্রুত মুক্তির জন্য বারবার আর্জি জানিয়েও কোনও ফল হয়নি।
গত ২৫ জুলাই প্যারোলে ৩০ দিনের জন্য মুক্তি পেয়েছিলেন নলিনী। সময়সীমা বৃদ্ধি হয়ে অবশেষে ১৫ সেপ্টেম্বর ৫১ দিনে শেষ হয় সেই প্যারোল। এর আগে ২০১৬ সালে বাবার শেষকৃত্যে অংশ নেবার জন্য ১২ ঘন্টার প্যারোল দেওয়া হয় তাকে।
নলিনীর মেয়ে চরিত্র শ্রীহরণের জন্ম হয়েছিল সংশোধনাগারে। বর্তমানে তিনি পেশায় চিকিৎসক, বসবাস করেন লন্ডনে।
নলিনী সহ আরও ৬ অভিযুক্তকে রাজীব গাঁধী হত্যাকাণ্ড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ১৯৯১ সালের মে মাসে তামিলনাড়ুতে ভোটের প্রচারে এসে এলটিটিই-র পরিকল্পিত আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা যান রাজীব গাঁধী। হামলায় মৃত্যু হয় আরও ১৪ জনের।
দ্রুত মুক্তির দাবিতে জেলেই অনশন রাজীব গাঁধী হত্যা মামলার অপরাধী নলিনী শ্রীহরণের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Oct 2019 12:51 PM (IST)
নিজের ও স্বামীর দ্রুত মুক্তির দাবিতে জেলের ভিতরে অনশন শুরু করলেন রাজীব গাঁধী হত্যাকাণ্ড মামলার অন্যতম অপরাধী নলিনী শ্রীহরণ। শনিবার থেকে ভেলোরের মহিলা সংশোধনাগারের মধ্যে অনশন শুরু করেন তিনি। সংশোধনাগারের আধিকারিক সূত্রে খবর, গত ২৮ বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছেন নলিনী ও তার স্বামী মুরুগান। নলিনীর অভিযোগ, রাজ্য সরকারকে দ্রুত মুক্তির জন্য বারবার আর্জি জানিয়েও কোনও ফল হয়নি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -