অধিনায়ক হওয়ার খবরটা অনুষ্কাকে দিতে গিয়ে চোখে জল এসে গিয়েছিল: কোহলি
২৮ বছরের কোহলি বলেছেন, ‘আমি তখন মোহালিতে ছিলাম। একটা টেস্ট সিরিজ চলছিল তখন। অনুষ্কাও আমার সঙ্গে ছিল। ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আশ্চর্যের ব্যাপার, আমাকে যখন টেস্ট অধিনায়ক করা হয়, তখনও ও আমার সঙ্গে মেলবোর্নে ছিল। ওটা আমাদের মধ্যে একটি অসাধারণ মুহূর্ত ছিল’।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে কোহলিকে একদিনের দলের অধিনায়ক করা হয়েছিল। মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়কত্ব ছাড়ার কথা বিসিসিআই-কে জানানোর পর কোহলিকে অধিনায়ক করা হয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই অধিনায়ক হিসেবে প্রথমবার আইসিসি ট্রফি জয়ের স্বাদ পাবেন বিরাট কোহলি।
কোহলি মানে ভারতের রান মেশিন। গ্রুপ লিগে যে দুটি ম্যাচ জিতেছে সেই দুটি ম্যাচেই অপরাজিত ইনিংস খেলেছিলেন কোহলি। অনুরাগীদের মধ্যে বিপুল জনপ্রিয় কোহলি। তাঁর সম্পর্কে অপরিসীম কৌতুহল অনুরাগীদের। কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সম্পর্ক নিয়েও জল্পনা কম নয়। কোহলি বা অনুষ্কা- দুজনেই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেন না। ভারতের অধিনায়ক অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার ছবি পোস্ট করেন। এবার সেই কোহলিই অনুষ্কার সঙ্গে তাঁর একটি আবেগঘণ মূহূর্তের কথা সংবাদমাধ্যমকে জানালেন। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ‘সচিন: অ্যা বিলিয়ম ড্রিমস’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে একসঙ্গে দেখা গিয়েছিল অনুষ্কা ও কোহলিকে।
কোহলি আরও বলেছেন, ‘মোহালিতে বোর্ডের পক্ষ থেকে আমার সঙ্গে কথা বলা হয়। আমি ফোনটা রেখেই ওকে কথাটা জানালাম। আমার কাছে ওটা ছিল ফ্ল্যাশব্যাকের মতো। কীভাবে একটা অকাদেমীর খেলোয়াড় থেকে এখানে পৌঁছে গেলাম। আমি খুব আবেগবিহ্বল হয়ে পড়েছিলাম। আমার চোখে জল চলে এসেছিল। কারণ, আমি কখনও আসিনি এমন দিন আমার জীবনে আসবে। আর সেই মুহূর্তটা আমি অনুষ্কার সঙ্গে ভাগ করে নিতে পারব। এটাই সবচেয়ে দারুন ব্যাপার। সারাজীবন মুহূর্তটা আমার মনে থাকবে’।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -