ডাবলিন: মঙ্গলবার আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে (Ind vs Ire) তাঁর ৫৭ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস নিয়ে বুধবারও দিনভর চর্চা চলল। এই ইনিংসের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা মনে করা হচ্ছে। সেই দীপক হুডা (Deepak Hooda) নিজে জানালেন, সেঞ্চুরির আগে, নড়বড়ে নব্বইয়ের ঘরে দাঁড়িয়ে তিনি স্নায়ুর চাপে ভুগছিলেন।


দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ার্ল্যান্ডকে চার রানে হারিয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে ভারত। সিরিজের শেষ ম্যাচে বিস্ফোরক ইনিংস খেলেছেন দীপক হুডা এবং সঞ্জু স্যামসন। এই ইনিংসের ফলে আইসিসির (ICC) প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য লাফ দিয়েছেন দুই তারকা।


আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন দীপক হুডা। তাঁর ব্যাট থেকে প্রথম ম্যাচে এসেছে অপরাজিত ৪৭ রান এবং দ্বিতীয় ম্যাচে এসেছে ১০৪ রানের ইনিংস । এর ফলে দীপক হুডা আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৪১৪ স্থান উঠে ১০৪ নম্বরে পৌঁছেছেন ।


সঞ্জু স্যামসন, যিনি আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেছিলেন, তিনি ৫৭ স্থান উঠে এসেছেন। সদ্যপ্রকাশিত তালিকার ১৪৪ নম্বরে রয়েছেন তিনি । দ্বিতীয় ম্যাচে ৭৭ রান করেছেন সঞ্জু স্যামসন । বোলারদের র‌্যাঙ্কিংয়ে হর্ষল পটেল ৩৭তম থেকে ৩৩তম স্থানে উঠে এসেছেন ।


টিম ইন্ডিয়ার ওপেনার ইশান কিষাণ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটার রয়ে গিয়েছেন । যদিও সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তিনি সপ্তম স্থানে নেমে গিয়েছেন। কে এল রাহুল এবং রোহিত শর্মা, যাঁরা আয়ার্ল্যান্ড সিরিজে খেলেননি, তাঁরাও যথাক্রমে ১৭তম এবং ১৯তম স্থানে নেমে গিয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, যিনি দক্ষিণ আফ্রিকা এবং আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টি-টোয়েন্টি সিরিজে দেখা যায়নি, তিনি ২১তম স্থানে রয়েছেন ।


আরও পড়ুন: রোহিতকে খেলাতে মরিয়া ভারত, বাকি ২ করোনা পরীক্ষার ফলের দিকে তাকিয়ে দ্রাবিড়