প্রথম ব্যাটসম্যান হিসেবে রঞ্জি ট্রফিতে ১১ হাজারের বেশি রান করা জাফর এখন বিদর্ভের হয়ে খেলছেন। তিনিও সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতোই এবারের বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করা রোহিতকে অধিনায়ক করার দাবি জানিয়েছেন। বিরাটের অনুপস্থিতিতে ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক হিসেবে দেখা গিয়েছে রোহিতকে। তবে এবার সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে তাঁকেই স্থায়ী অধিনায়ক করার দাবি উঠেছে। ২০২৩ বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে দেখতে চান ওয়াসিম জাফর
Web Desk, ABP Ananda | 13 Jul 2019 05:26 PM (IST)
বিরাটের অনুপস্থিতিতে ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক হিসেবে দেখা গিয়েছে রোহিতকে।
মুম্বই: বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতীয় দলের হারের পর এবার অধিনায়ক বদলের পক্ষে সওয়াল করলেন ওয়াসিম জাফর। রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রানের রেকর্ডের অধিকারী এই ব্যাটসম্যানের ট্যুইট, ‘সাদা বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব কি রোহিত শর্মাকে দেওয়া উচিত? আমি চাই ও ২০২৩ বিশ্বকাপে ভারতের অধিনায়ক হোক।’