লন্ডন: বিশ্বকাপের ফাইনালের টিকিট কালোবাজারে চড়া দামে বিক্রি করবেন না। তাতে শুধু ধনীরাই উপকৃত হবেন। বরং প্রকৃত ক্রিকেটপ্রেমীদের ফাইনাল দেখার সুযোগ করে দিতে বৈধভাবে টিকিট বিক্রি করুন।


না, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এরকম কোনও আবেদন করেনি। বরং ভারতীয় সমর্থকদের কাছে এই আবেদন করেছেন জিমি নিশাম। বেনজিরভাবে। কারণ, কোনও ক্রিকেটার সমর্থকদের কাছে এরকম আর্জি জানাচ্ছেন, সাম্প্রতিককালে এমন নজির নেই।

অন্যতম ফেভারিট হিসাবে শুরু করেও সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। বিশ্বকাপের ফাইনালে উঠেছেন কিউয়িরা। ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি কেন উইলিয়ামসনরা। তবে ঘটনা হচ্ছে, বিরাট কোহলিরা ফাইনালে উঠছেন ধরে নিয়ে ভারতীয় সমর্থকেরা প্রচুর টিকিট অগ্রিম কেটে রেখেছিলেন। নিশামের আশঙ্কা, সেই টিকিট নিয়ে এবার কালোবাজারি হতে পারে।

নিশাম টুইট করেছেন, ‘প্রিয় ভারতীয় ক্রিকেট ভক্তরা, যদি আপনারা ফাইনাল দেখতে আর না আসতে চান, তাহলে দয়া করে বৈধভাবে টিকিটগুলো বিক্রি করুন। জানি কালোবাজারে বিক্রি করে প্রচুর টাকা মুনাফা করার প্রলোভন রয়েছে। তবে শুধু ধনীদের নয়, অনুগ্রহ করে প্রকৃত ক্রিকেটপ্রেমীদের ফাইনাল দেখার সুযোগ করে দিন।’



প্রসঙ্গত, সম্প্রতি টিকিট ফেরানোর পদ্ধতি চালু করেছে আইসিসি। ম্যাচের টিকিট ফেরালে যাতে করে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন সমর্থকেরা।