১৪০ কেজি ওজনের এই বিশালাকায় ক্রিকেটার ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন স্লিপে দাঁড়িয়ে দুরন্ত ক্যাচ নিয়ে নজর কাড়লেন। ইংরেজ ওপেনার রোরি বার্নসকে প্যাভিলিয়নে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন তিনি।
স্পিনার রস্টন চেজের বলে স্লিপে অসাধারণ ক্ষিপ্রতায় ক্যাচ নিয়ে ছয় ফুট আট ইঞ্চি উচ্চতার রাখিম ক্রিজে জমে যাওয়া বার্নসকে আউট করলেন।
ইংল্যান্ডের ৪৮ তম ওভারে বার্নস রস্টন চেজের একটি শর্ট পিচ বল কাট করেন। কিন্তু ব্যাটের কাণায় লেগে বল চলে উড়ে যাচ্ছিল প্রথম স্লিপের ওপর দিয়ে। কিন্তু অসাধারণ রিফ্লেক্সে ডানহাতে বল তালুবন্দি করেন রাখিম।
৫৭ রান করে আউট হন বার্নস। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ২৫৮। ওলি পোপ (৯১ অপরাজিত) ও জস বাটলার (অপরাজিত ৫৬)-এর জুটিতে ১৩৬ রানে ভর করে বড় রানের পথে ইংল্যান্ড।