সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বহু বছর পরে সেবার পাক সফরে গিয়েছিল ভারতীয় দল। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে করাচিতে প্রথমে ব্যাট করে ৩৪৯ রান করে ভারত। বীরেন্দ্র সহবাগ ৭৯, রাহুল দ্রাবিড় ৯৯ রান করেন।
৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে অসাধারণ ব্যাটিং করতে থাকে পাকিস্তান। অধিনায়ক ইনজামাম উল হক করেন ১২২। ইউসুফ ইউহানা করেন ৭৩ রান। তাঁদের এই অনবদ্য পারফরম্যান্সের সুবাদে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। ৮ বলে দরকার ছিল ১০ রান। হাতে ৪ উইকেট। পাক সমর্থকরা আগাম জয়োল্লাসে মেতে উঠেছিলেন। ঠিক সেই সময় পাকিস্তানকে প্রচণ্ড মানসিক ধাক্কা দেয় কাইফের ক্যাচ। জাহির খানের বলে ছক্কা মারতে যান শোয়েব মালিক। বলটি লং অনের দিকে যায়। কাইফ ও হেমাঙ্গ বাদানি একসঙ্গে ক্যাচ ধরতে ছোটেন। কিন্তু বাদানির আগেই ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি করেন কাইফ। এরপর আর পাকিস্তানের পক্ষে প্রয়োজনীয় রান তোলা সম্ভব হয়নি। ৫ রানে ম্যাচ জিতে যায় ভারতীয় দল।
দেখুন সেই ম্যাচের ঝলক